v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-06 19:37:21    
জাও রুয় রুয় 

cri
    জাও রুয় রুয় চীনের গণমুক্তিফৌজদলের বিখ্যাত নারী ভলিবল খেলোয়াড়। ১৯৯২ সালে তাঁর বয়স যখন মাত্র এগারো, তখন তিনি জিয়াং সু প্রদেশের তরুণ ক্রিড়া স্কুলে বাস্কেটবল চর্চা শুরু করেন। ১৯৯৪ সালে তিনি গণমুক্তিফৌজের যুব ভলিবল দলে স্থান করে নেন। ১৯৯৭ সালে তিনি গণমুক্তিফৌজ ভলিবল দলের খেলোয়াড়ে পরিণত হন। ১৯৯৯ সালে জাতীয় নারী ভলিবল দলে স্থান পান।

    ১৯৯৯ সালে বিশ্বনারী ভলিবল প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন এবং এশিয় চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন।

    ২০০১ সালে বিশ্বনারী ভলিবল প্রতিযোগিতার চুড়ান্ত খেলায় তিনি চ্যাম্পিয়ন হয়েছেন।

    ২০০২ সালে বিশ্বনারী ভলিবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় চতুর্থ হয়েছেন।

    ২০০৩ সালে বিশ্বনারী ভলিবল প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন। এশিয় চ্যাম্পিয়নশীপ খেলায় এবং বিশ্ব কাপের শীরোপা অর্জন করেছেন।

    ২০০৪ সালে তিনি এবং চীনের নারী ভলিবল দলগতভাবে এথেন্স ওলিম্পিক গেমসে স্বর্ণপদক অর্জন করেছেন।

    ২০০৩বর বিশ্ব কাপের একটি পরিসংখ্যান সূত্রে জানা গেছে, জাও রুয় রুয়ের স্পাইকের নৈপুণ্য বিশ্বে প্রথম হয়েছে এবং ব্লকের নৈপুণ্য বিশ্বে দ্বিতীয় হয়েছে। তাঁর ভলিবল খেলার নৈপুণ্য চমত্কার।

    যদিও ২০০২ সালে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন, কিন্তু নিরন্ডর প্রচেষ্টা চালিয়ে তিনি গত কয়েক বছরে চীনের নারী ভলিবল দলের শ্রেষ্ঠ খেলোয়াড়ে পরিণত হয়েছেন।