দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান ফ্যাসিবাদীদের হাতে নিহত নিরীহ নাগরিকদের স্মৃতির জন্য ৫ মে ইস্রাইল , ফ্রান্স ও হানগেরীর ইহুদী যুবকযুবতী , পোল্যান্ডের নাগরিক ও অসউইজ ক্যাম্পে বেঁচে যাওয়া ব্যক্তি ও তাদের পরিবারপরিজনসহ মোট দশ হাজার লোক অতীতের অসউইজ ক্যাম্পের জায়গায় ' জীবীতদের মিছিল' অনুষ্ঠান করেছেন ।
মিছিল শেষে ৫০টি দেশের প্রতিনিধি দল নিহতদের শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে অংশ নিয়েছেন । পোল্যান্ডের প্রধানমন্ত্রী বেল্কা অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় বলেছেন , এই মিছিল অনুষ্ঠানের উদ্দেশ্য হলো নাত্সী হত্যাকান্ডের কথা মনে রাখা , যাতে অল্পবয়সীরা সংযম , সহযোগিতা ও পারস্পরিক মর্যাদা প্রদর্শনের ভিত্তিতে পারস্পরিক সমঝোতা বাড়াতে পারেন এবং উজ্জ্বল ভবিষ্যত সৃষ্টি করতে পারেন ।
'জীবীতদের মিছিল' ১৯৮৮ সাল থেকে শুরু হয় । ১৯৯৬ সাল থেকে প্রতি বছর এই মিছিল অনুষ্ঠিত হয় ।
|