তাইওয়ানের ছিনমিন পার্টির চেয়ারম্যান সুন ছু ইয়ু ৫ মে মূলভূভাগে সফরে এসেছেন । চীনের তাইওয়ান , হংকং ও ম্যাকাওয়ের প্রচার মাধ্যমগুলো তার এই সফরের উপর নিবিড় দৃষ্টি রাখছে ।
তাইওয়ানের ' লিয়েনহে' পত্রিকা, দৈনিক চুনইয়ান পত্রিকা ও চীন টাইম্স পত্রিকা৫ মে প্রথম পৃষ্ঠায়, এবং বেশ ক'টি টেলিভিশন চ্যানেল শুরুতেই সুন ছু ইয়ুর মূলভূভাগ সফরের খবর প্রকাশ করেছে । লিয়েন হে পত্রিকার একটি সম্পাদকীয় প্রবন্ধে বলা হয়েছে , আমরা তার বর্তমান মূলভূভাগ সফরের সুফলের প্রতিক্ষায় আছি ।
হংকংয়ের ' উনহুই' পত্রিকার একটি ভাষ্যে বলা হয়েছে , তাইওয়ানের কোওমিংটান পার্টির চেয়ারম্যান লিয়েনচানের মূলভুভাগ সফর সাফল্যমন্ডিত হয়েছে । আমরা বিশ্বাস করি সুন ছু ইয়ুর বর্তমান সফরও প্রণালীর দুই পারের মধ্যে বিরোধগুলো পাশে রেখে মিলগুলো খুঁজে বের করে দুপক্ষের শান্তিপূর্ণ উন্নয়ন তরান্বিত করার অনুকুল শর্ত সৃষ্টি করবে । ম্যাকাও দৈনিক পত্রিকার একটি সম্পাদকীয়তে বলা হয়েছে , সুন ছু ইয়ুর বর্তমানমূলভুভাগ সফর প্রণালীর দুই পারের সম্পর্ক প্রসারকে আরও তরান্বিত করবে ।
|