চীনের প্রেসিডেন্ট ৫ মে সন্ধ্যায় আমন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ।
টেলিফোনে বুশ বলেছেন , চীন ও মার্কিন সম্পর্কের ওপর তিনি গুরুত্ব দেন । চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে উচ্চ পর্যায়ের যোগাযোগ রয়েছে , তিনি তার উচ্চ মূল্যায়ন করেছেন । তাইওয়ান প্রনালীর দু'পারের আদানপ্রদান সম্পর্কে বুশ যুক্তরাষ্ট্রের একচীন নীতি মেনে চলার অধিষ্ঠান আরেক বার ঘোষণা করেছেন । তিনি জোর দিয়ে বলেছেন যে , এই অধিষ্ঠানের কোনো পরিবর্তন হবে না । চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের ওপর তিনিও গুরুত্ব দেন ।
হু চিন থাও বলেছেন , চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে , তা দু'দেশ ও দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ । এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আর বিশ্বের শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়ন ত্বরান্বিত করেছে । দু'দেশের সম্পর্ক সঠিকভাবে উন্নয়নের জন্য তিনি বুশের সঙ্গে যৌথ প্রয়াস চালাতে ইচ্ছা প্রকাশ করেছেন ।
হু চিন থাও জোর দিয়ে বলেছেন , তাইওয়ান সমস্যার সঠিক সমাধান হলো চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নয়নের কেন্দ্রীয় উপাদান । তিনি আশা করেন যুক্তরাষ্ট্র গঠনমূলক মনোভাব পোষণ করে তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্কের উন্নয়নের সমর্থন করবে , এবং তাইওয়ান প্রণালীর পরিস্থিতি শান্তি ও স্থিতিশীলতার উন্নয়ন সমর্থন করবে ।
|