চীনের বাণিজ্যমন্ত্রী বো সি লায় সম্প্রতি নবনিযুক্ত মার্কিন বাণিজ্য প্রতিনিধি পোর্টমানের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক স্বার্থ হচ্ছে পারস্পরিক উপকারিতামূলক এবং স্থির।
তিনি বলেছেন, যদিও দু'পক্ষে আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে কয়েকটি মতভেদ রয়েছে। কিন্তু দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য ২৬ বছর আগেকার ২.৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে গত বছর ১৬৯.৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এই থেকে বোঝা যায় যে, চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য পরসপরের পরিপূরক এবং যুক্তিসংগত।
পোর্টমান বলেছেন, চীন বহুপাক্ষিক বাণিজ্যে ক্রমে ক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দু'পক্ষ কৃষি ,অকৃষি এবং সার্ভিস সংক্রান্ত বহুপাক্ষিক আলোচনায় সহযোগিতা জোরদার করতে পারে। তিনি আশা করেন, যত তাড়াতাড়ি সম্ভব নতুন দফার চীন ও যুক্তরাষ্ট্র বাণিজ্য যুক্ত কমিটির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার জন্য দু'পক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় নতুন অগ্রগতি অর্জিত হবে।
|