v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-05 21:25:37    
ক্যানাডা

cri
    ক্যানাডা ১৮৬৭ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। এই দিন ক্যানাডার জাতীয় দিবস।

    ক্যানাডার জাতীয় পতাকা আয়তাকার। জাতীয় পতাকার রং সাদা আর লাল। তার মাঝখানে একটি লাল মেপল পাতা। মেপল গাছ ক্যানাডার জাতীয় গাছ। মেপল পাতা ক্যানাডার জাতীয় প্রতীক। তাই ক্যানাডাকে মেপলের দেশ বলা হয়।

    ক্যানাডার গভর্ণর জেনারেল আদ্রিয়েনে ক্লার্কসোন ,তিনি ১৯৯৯ সালের অক্টোবর মাসে নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী পল মার্টিন ২০০৪ সালের জুলাই মাসে নির্বাচিত হয়েছেন।

    ক্যানাডার জন সংখ্যা প্রায় তিন কোটি ১৫ (২০০২ সাল)। জনগণের মধ্যে ব্রিটিশ মোট জনসংখ্যার ৪২ শতাংশ। ফরাসী মোট জনসংখ্যার ২৬.৭ শতাংশ। ইংরেজী আর ফরাসী ভাষা উভয়ই আনুষ্ঠানিক ভাষা।৪৭.৩% জনগণ ক্যাথলিক খ্রীষ্টান ধর্ম বিশ্বাস করে এবং ৪১.২% প্রোটেস্ট্যান্ট খৃষ্টান ধর্ম বিশ্বাস করে।

    ক্যানাডার রাজধানী ওটাওয়া। রাজধানী এলাকার জনসংখ্যা প্রায় ১১.২৮৯ লক্ষ (২০০২ সাল) ,ক্যানাডার অন্যান্য প্রধান শহরের মধ্যে টোরেন্টো এবং ভ্যানকুভার উল্লেখযোগ্য।

    ক্যানাডাকে ১০টি প্রদেশ এবং তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে।

    রাজনীতিঃ এখনো ক্যানাডার একটি সম্পূর্ণ সংবিধান নেই। প্রধানত বিভিন্ন ঐতিহাসিক সময়পর্বে গৃহীত সাংবিধানিক ধারার সংকলনই তার সংবিধান।

    তথ্য প্রকাশনাঃ প্রধানইংরেজী পত্রিকা হচ্ছে টোরোন্টো তারকা। দুটি রাষ্ট্রীয় দৈনিক পত্রিকা আছে। প্রধান ফরাসী ভাষার পত্রিকা হচ্ছে মন্ট্রিল ডেইলি পত্রিকা।ম্যাগাজিনের সংখ্যা প্রায় এক হাজার তিন শো। ১৯৩৬ সালে ক্যানাডা বেতার কোম্পানি প্রতিষ্ঠিত হয়।

    পররাষ্ট্র নীতিঃ ক্যানাডার পররাষ্ট্র নীতিতে প্রধানত বিশ্ব শান্তি আর দেশের নিরাপত্তা রক্ষা করা, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, পৃথিবীতে গণতন্ত্র উন্নত করা এবং মানবাধিকার সম্মান করা ইত্যাদিকে অগ্রাধিকার দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ক্যানাডার প্রধান মিত্রদেশ। দু'দেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ক্যানাডার সকল সরকার দু'দেশের সম্পর্ক পরিচালনায় তাদের নীতি অপরিবতৃইত রেখেছে।

    চীনের সাথে সম্পর্কঃ চীন ও ক্যানাডার জনগণের মৈত্রী দীর্ঘকালীন। ক্যানাডা ও চীনের বাণিজ্য আদানপ্রদান ১৭৮০ সালে শুরু হয়েছে। ১৯৭০ সালের ১৩ অক্টোবর চীন-ক্যানাডা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক সুষ্ঠুভাবে বিকশিত হচ্ছে। বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান নিয়মিত এবং আর্থ-বাণিজ্যিক উন্নয়ন খুবই দ্রুত। ২০০৩ সালের অক্টোবর মাসে ক্যানাডার প্রধান মন্ত্রী জন ক্রেটিয়েন চীনে আনুষ্ঠানিক সফর করেছেন। ২০০৩ সালের ডিসেম্বর মাসে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ক্যানাডায় আনুষ্ঠানিক সফর করেছেন। ২০০৫ সালের জানুয়ারী মাসে ক্যানাডার প্রধানমন্ত্রী পল মার্টিন চীনে আনুষ্ঠানিক সফর করেছেন এবং দু'দেশের যুক্ত বিবৃতি ঘোষণা করেছেন।