দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী বান কি-মুন ৪ মে সিউলে একটি নিয়মিত সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার প্রতি কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধানে যত তাড়াতাড়ি সম্ভব ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
বান কি-মুন বলেছেন, বর্তমানে উত্তর কোরিয়ার আচরণে আন্তর্জাতিক সমাজ উদ্বিগ্ন বোধ করছে। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ ছ'পক্ষীয় বৈঠকের মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক সমস্যা সমাধানের পররাষ্ট্র প্রচেষ্টা চলছে।
দক্ষিণ কোরিয়া সরকারের কোরিয়া উপদ্বীপের পারমাণবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধানে অটল থাকার অধিষ্ঠান তিনি আরেক বার ঘোষণা করেছেন।তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়া সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ করেছে এবং উত্তর কোরিয়ার পারমাণবিক সমস্যার প্রক্রিয়ার উপরে নজর রাখছে।
|