৪মে সিন হুয়া সংবাদ সংস্থার খবরে প্রকাশ, ২০০৫ সালের প্রথম তিন মাসে চীনের আমদানি বৃদ্ধির গতি কিছুটা কমেছে ।
চীনের বাণিজ্য মন্ত্রনালয়ের একটি পরিসংখ্যান অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় এই বছরের প্রথম তিন মাসে চীনের আমদানির বৃদ্ধিহার তিরিশ শতাংশ কমেছে। তেল , ভোজ্য তেল , ইসপাত ইত্যাদি পণ্যের আমদানি নানান মাত্রায় কমেছে ।
চীনের সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞরা মনে করেন, চীনে পুঁজি বিনিয়োগ বৃদ্ধির গতি মন্থর হওয়া এবং চীনের কলকারখানায় উত্পাদিত কিছু কিছু পণ্য উত্পাদনের বৃদ্ধিই ২০০৫ সালের প্রথম তিন মাসে চীনের আমদানি বৃদ্ধির গতি কমে যাওয়ার প্রধান কারণ ।
|