সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক মহাপরিচালক রেনাটো রুজেরো বলেছেন , বর্তমানে চীন ও ইউরোপের মধ্যে বস্ত্র বাণিজ্য নিয়ে যে সমস্যা তৈরী হয়েছে , চীন তার জন্য দায়ী নয় , বরং জাতীয়তাবাদী ও ইউরোপের রাজনীতিবীদরা এই সমস্যার জন্য দায়ী ।
ইতালীর ইল কোরেইরী দেল্লা চেরা পত্রিকার সংবাদদাতাকে সাক্ষাত্কার দেওয়ার সময় রুজেরো এই কথা বলেছেন । তিনি বলেছেন , ইউরোপের বস্ত্র শিল্পের দশ বছরের পুনঃগঠনের সময় ছিলো , কিন্তু গত দশ বছরে জাতীয়তাবাদী ও ইউরোপের রাজনীতিবীদরা শুধু বাণিজ্য রক্ষার নীতি প্রণয়ন করেছে , এর ফলে উন্নয়নের সুযোগও হারিয়ে গেছে ।
তিনি বলেছেন , অবাধ বাণিজ্যের বিরোধীতা করা মানে বাণিজ্যের বিশ্বায়নের বিরোধীতা করা ।
|