ফ্রান্সের প্রেসিডেন্ট শিরাক ৩ মে প্যারিসে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাত্কালে বলেছেন , ফ্রান্সের নাগরিকরা যদি ইউরোপীয় ইউনিয়নের সাংবিধানিক চুক্তির পক্ষে ভোট না দেন , তাহলে ফ্রান্সের জাতীয় স্বার্থের ক্ষতি হবে ।
তিনি আরো বলেছেন , ই-ইউর সাংবিধানিক চুক্তিতে ফ্রান্সের পেশ করা অবাধ বানিজ্যের পরিবেশে পাবলিক পরিসেবা রক্ষা দাবী অন্তর্ভুক্ত করা হয়েছে । এটা অর্থনীতির একায়নে ফ্রান্সের স্বার্থ রক্ষা করবে । আসন্ন গণ ভোটে ফরাসী নাগরিকরা এই চুক্তির পক্ষে ভোট না দিলে আমাদের জাতীয় স্বার্থের ক্ষতি হবে এবং এ থেকে উদ্ভুত পরিস্থিতির জন্য ফ্রান্সকে দায়ী হতে হবে ।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন কতিপয় গুরুত্বপূর্ণ চুক্তি সম্বন্ধে ভেটো দেয়ার নীতি কার্যকরী করে । ২৯ মে ফ্রান্সে ই-ইউর সাংবিধানিক চুক্তি সম্বন্ধে গণ ভোট অনুষ্ঠিত হবে । গণ ভোটে এই চুক্তিকে নাকচ করা হলে এই চুক্তি সময়মতো ২০০৬ সালের নভেম্বর মাসে বলবত হবে না।
|