৩ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল মজুদ কমিটি ব্যাংকে আমানতের সুদের হার আরো শুন্য দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত ঘোষনা করেছে । এটা হলো গত বছরের জুন মাস থেকে যুক্তরাষ্ট্রের সুদের অষ্টম বৃদ্ধি । বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যাংকে আমানতের সুদের হার হলো তিন শতাংশ ।
কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে , মুদ্রাস্ফীতি এখনও সরকারের নিয়ন্ত্রনে আছে , তেলের দাম বাড়ার প্রবনতা এতো তীব্র হয়নি যে কমিটিকে আমানতের সুদ বৃদ্ধির নীতি পরিহার করতে হবে ।
অর্থনীতিবিদদের মতে , বর্তমানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রন করা যুক্তরাষ্ট্রের ফেডারেল মজুদ কমিটির প্রধান কর্তব্য । এই বছর কমিটি অব্যাহতভাবে সুদ বৃদ্ধির ব্যবস্থা নেবে , যাতে ব্যাংকের সুদ উপযুক্ত মানে বজায় থাকে ।
|