ইরাকের অন্তর্বর্তিকালীনসরকার ৩ মে বাগদাদে শপথগ্রহণ করেছে। এটি শিয়া সম্প্রদায়ের নেতা আল-জাফারির নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক গঠনের নিদর্শন।
এই সরকারে ইরাকের অন্তর্বর্তিকালীনসরকারের প্রধানমন্ত্রীসহ মোট ৩৭জন মন্ত্রী আছেন। কিন্তু একইদিনে শুধু ২৮জন মন্ত্রী শপথগ্রহণ করেছেন।
ইরাকের অন্তর্বর্তিকালীনজাতীয় সংসদের প্রধান প্রধান দল গত কয়েকদিন শূণ্যপদের প্রার্থী নিয়ে ব্যাপক আলোচনা করেছে। কিন্তু শপথগ্রহণ অনুষ্ঠানের আগেও তারা মতৈক্যে পৌঁছাতে পারেনি।
ইরাকের অস্থায়ী সংবিধান অনুযায়ী আল্লাবির অস্থায়ী সরকারের স্থলে আল-জাফারির অন্তর্বর্তিকালীনসরকার এবছরের শেষ নাগাদ ক্ষমতায় থাকবে।
|