৩ মে তোগোর সাংবিধানিক আদালত ঘোষনা করেছে যে তোগোর ক্ষমতাসীন দল --গণ লীগের প্রার্থী , প্রয়াত প্রেসিডেন্ট এয়াদেমার ছেলে ফাউরে গ্নাসিংবে ২৪ এপ্রিল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেছেন , তিনি ৪ মে শপথ গ্রহন করার কথা ।
জানা গেছে , নির্বাচনে ফাউরে প্রায় ৬০ শতাংশ ভোট পেয়েছেন , তার নিকট প্রতিদ্বন্দিবিরোধী দলের প্রার্থী আকিটানি ৩৮ শতাংশ ভোট পেয়েছেন ।
গত সপ্তাহে তোগোর স্বাধীন নির্বাচন কমিটি কর্তৃক ফাউরের বিজয়ের খবর ঘোষনার পর বিরোধী দল নির্বাচণে সরকার ও ক্ষমতাসীন দল দুর্নীতি করেছে বলে অভিযোগ করেছে এবং ঘোষনা করেছে যে বিরোধী দল নির্বাচণে জয় লাভ করেছে । বর্তমানে বিরোধী দল ফাউরের পেশ করা জাতীয় সংহতি সরকার প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং তার সমর্থনকারীদের ফাউরের নতুন সরকারের বিরোধীতা করার আহ্বান জানিয়েছে ।
|