২০০৫ সাল পারমানবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি পর্যালোচনার জন্য জাতি সংঘের অধিবেশন নিউইর্য়কে শুরু হয়েছে । চীনের প্রতিনিধি দলের নেতা চাং ইয়ান ৩ মে অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বলেছেন , চীন মনে করে, পারমানবিক অস্ত্রের বৃহততম ভান্ডারের অধিকারী দুটো দেশের উচিত নিষ্ঠার সঙ্গে পারমানবিক অস্ত্রের পরিমান কমিয়ে দেওয়া সংক্রান্ত চুক্তি কার্যকরী করা ।
চাং ইয়ান আরো বলেছেন , চীন পারমানবিক অস্ত্র বিস্তারের ঘোর বিরোধী । চীন আশা করে , যে সব দেশ পারমানবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে নি সেই সব দেশ যত তাড়াতাড়ি সম্ভব পারমানবিক অস্ত্রবিহীন দেশ হিসেবে এই চুক্তিতে স্বাক্ষর করবে ।
পারমানবিক শক্তির শান্তিমূলক ব্যবহার প্রসঙ্গে চাং ইয়ান বলেছেন, আন্তর্জাতিক পারমানবিক শক্তি সংস্থার তত্বাবধানে পারমানবিক অস্ত্রবিহীন দেশের শান্তিমূলক উপায়ে পারমানবিক শক্তি ব্যবহার করার অধিকার আছে ।
চাং ইয়ান আরো বলেছেন , চীন কোরিয়া উপদ্বীপ ও ইরানের পারমানবিক সমস্যার চুড়ান্ত সমাধানের লক্ষ্যে সব প্রকারের আন্তর্জাতিক প্রয়াস সমর্থন করবে ।
|