ইথোপিয়ার জরুরি ত্রাণকার্য বিষয়ক দায়িত্বশীল ব্যক্তি রেমেদান হাজি আহমেদ ২ মে বলেছেন, ইথোপিয়ার পূর্ব এলাকায় সংঘটিত বন্যার শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩৪ জন নিহত হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
রেমেদান হাজি আহমেদ আরও বলেছেন, বর্তমানে ত্রাণকর্মীরা তাবু, কম্বল এবং ওষুধ সহ জরুরি ত্রাণসামগ্রি দুর্গত সোমালিয় এলাকায় পাঠিয়েছেন। কিন্তু প্রবল বৃষ্টিপাতের ফলে ত্রাণকাজ সঠিকভাবে চালানো যাচ্ছে না। সরকার সোমালিয় এলাকায় জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ।
|