চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় তাইওয়ান বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক ওয়াং জায় শি ৩ মে পেইচিংয়ে বলেছেন, গণতান্ত্রীক প্রগতি পার্টি "স্বাধীন তাইওয়ান" কর্মসূচী ত্যাগ করলে, ও বিছিন্নতার অভিযান বন্ধ করলে, মূলভূভাগ তাদের সফরে স্বাগত জানাবে। এবং দু'পক্ষের সম্পর্কের উন্নয়ন প্রভৃতি অভিন্ন স্বার্থজড়িত সমস্যা নিয়ে সংলাপ ও আদান-প্রদান করতে ইচ্ছুক।
ওয়াং বলেছেন, মূলভূভাগ পক্ষ তাইওয়ানের বিভিন্ন পার্টি, দল ও প্রতিনিধি ব্যক্তিদের সঙ্গে সংলাপ ও আদান-প্রদান করতে ইচ্ছুক এবং মিলিতভাবে দু'তীরের সম্পর্কের উন্নয়নের জন্যে প্রয়াস চলোবে। তিনি আরো বলেছেন, মূলভূভাগ পক্ষ বারবার আশা প্রকাশ করেছে যে, গণতান্ত্রীক পার্টির মধ্য ও নিম্ন পর্যায়ের ব্যক্তিদেরকে প্রসদিক পদমর্যাদা হিসেবে, গণতান্ত্রীক প্রগতি পার্টির জনগণের মনভাবের প্রতিনিধিকে বেসামরিক ও ব্যক্তিগত পদমর্যাদা হিসেবে মূলভূভাগে সফরে স্বাগত জানাবে। এবং এ অধিষ্ঠান পরিবর্তন হয় নি।
|