ভারতের সামরিক বাহিনীর মুখপাত্র ৩ মে বলেছেন, ২ মে রাতে ভারত নিয়ন্ত্রিতকাশ্মিরের বাস্তব নিয়ন্ত্রণ রেখার আশপাশে ওই রেখা অতিক্রমকারী ৬জন সশন্ত্র ব্যক্তি ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছে।
ভারতীয় এশিয়া সংবাদ বার্তা সংস্থার মাধ্যমে জানা গেছে, ২ মে রাতে জম্মুর ২৩০ কিলোমিটার উত্তরে নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন ভারতীয় বাহিনী সশস্ত্র শক্তির অনুপ্রবেশ টের পেয়ে যথা সময়ে গুলি বর্ষণ করেছে। দু'ঘণ্টা গুলি বিনিময়ের পর, ৬জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়। ভারতীয় বাহিনী পরে নিয়ন্ত্রণ রেখা থেকে ১২০০ মিটার দূরে ভারতীয় ভূমিতে নিহত সশস্ত্র ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
এটা এ বছর সবচেয়ে বড় সশস্ত্র অনুপ্রবেশের ঘটনা।
|