৪ মে চীনের পিপলস্ ডেইলি পত্রিকা একটি ভাষ্য প্রকাশ করবে । ভাষ্যে ব্যাপক জনসাধারণের উদ্দেশ্যে ১ মে আন্তর্জাতিক শ্রম দিবসে প্রশংসাপ্রাপ্ত ৩ হাজার আদর্শ শ্রমজীবির কাছ থেকে শিক্ষা গ্রহণের আহবান জানানো হবে ।
ভাষ্যে বলা হয়েছে , আদর্শ শ্রমজীবি শ্রমিক শ্রেনীর শ্রেষ্ঠ প্রতিনিধি । তারা যার যার কর্মক্ষেত্রে সমাজের জন্য বিরাট বস্তুগত সম্পত্তি ও মানসিক সম্পত্তি সৃষ্টি করেছেন । নতুন সময়পর্বের আদর্শ শ্রমজীবিদের মনোবলে যেমন পরিশ্রম ও কঠোর কর্মশক্তিপ্রতিফলিত হয়েছে , তেমনি নিরন্তর নতুন জ্ঞান ও প্রযুক্তিঅধ্যয়ন করা আর উদ্ভাবন ও প্রতিদ্বন্দ্বিতার শক্তিও তুলে ধরা হয়েছে ।
|