চীনের কুওমিনতাং পার্টির চেয়ারম্যান লিয়ান চেনের নেতৃত্বাধীন কুওমিনতাং পার্টির প্রতিনিধি দল মূলভূভাগ সফর শেষ করে ৩ মে বিকালে শাংহাই ত্যাগ করে হংকং পার হয়ে তাইপে ফিরে গেছে।
লিয়ান চেন এবং তাঁর সফরসঙ্গীরা চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের আমন্ত্রণে মূলভূভাগ সফর করেছেন। সফরকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও লিয়ান চেনের সঙ্গে বৈঠক করেছেন, এবং সংবাদ ইস্তাহার প্রকাশ করেছেন। সংবাদ ইস্তাহারে বলা হয়েছে, কুওমিনতাং পার্টি এবং কমিউনিস্ট পার্টি এক চীনের নীতি প্রতিফলিত "৯২'র মতৈক্যের" ভিত্তিতে যতো তাড়াতাড়ি সম্ভব দু'তীরের মৌলিক বিষয়াদিক নিয়ে আলোচনা পুনরুদ্ধার করার জন্য মিলিতভাবে প্রচেষ্টা চালাবে। আনুষ্ঠানিকভাবে দু'তীরের বৈরিতার অবসান ত্বরান্বিত করবে। দু'তীরের অর্থনৈতিক সার্বিক আদান-প্রদান ত্বরান্বিত করবে। লিয়ান চেনের এই সফর কেবল দুই পার্টির সম্পর্কের ইতিহাসে যে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে তা নয়, বরং দু'তীরের সম্পর্কোন্নয়ন ত্বরান্বিতের ক্ষেত্রেও সুগভীর প্রভাব ফেলবে।
|