ইরাকের রাজধানী বাগদাদে ২ মে পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯জন নিহত হয়েছে।
ইরাকের পুলিশ জানিয়েছে, এর মধ্যে একটি বোমা বিস্ফোরণ বাগদাদের কেন্দ্রস্থলের বিপণী এলাকায় সংঘটিত হয়েছে। এতে ৯জন নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছে। ঘটনায় পাশের একটি নাগরিক ভবন এবং ৬টি গাড়িও বিধ্বস্ত হয়েছে।
তাছাড়া ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার গাড়িবহর উত্তর বাগদাদে গাড়ী বোমা বিস্ফোরণের শিকার হয়েছে। এতে ওই কর্মকর্তা এবং তাঁর তিনজন দেহরক্ষী আহত হয়েছে। ইরাকী পুলিশের একটি টহরদার গাড়িবহর একই দিন পূর্ব বাগদাদে গাড়ী বোমা বিস্ফোরণের শিকার হয়েছে। এতে কয়েকজন হতাহত হয়। কিন্তু বিস্তারিত সংখ্যা এখনও জানা যায় নি।
|