চীনের ভূ-প্রদক্ষিণ মহাসাগরের প্রথম বৈজ্ঞানিক তদন্ত পালনকারী মহাসাগর এক নামে সমুদ্রগামী বৈজ্ঞানিক তদন্ত জাহাজ সমুদ্রে ৩০ দিন চরার পর ৩০ এপ্রিল প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ- মাইক্রোনেশিয়ার একটি বন্দরে অবতরণ করেছে ।
সূত্রবলেছে , চীনের প্রথম ভূ-প্রদক্ষিণ মহাসাগরের বৈজ্ঞানিক তদন্ত জাহাজ এপ্রিল মাসের প্রথম দিকে পূর্ব চীনের বন্দর নগর ছিংতাও থেকে রওয়ানা হয়েছে । বৈজ্ঞানিক তদন্ত জাহাজটি প্রশান্ত মহাসাগর , আটল্যান্টিক আর ভারত মহাসাগরে তদন্ত কাজ চালানোর কথা আছে ।
|