চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও সম্প্রতি পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে পরিদর্শনের সময় বলেছেন , পশ্চিমাংশের ব্যাপক উন্নয়নের রণনৈতিক বাস্তবায়ন পশ্চিমাংশের ব্যাপক অঞ্চলের জন্য বিরাট পরিবর্তন বয়ে এনেছে । পশ্চিমাংশের ব্যাপক উন্নয়নের কাজ অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার ।
ওয়েন চিয়া পাও স্থানীয় আর্থ-সামাজিক উন্নয়ন আর সম্পদের উন্নয়ন , পরিবেশ সুরক্ষা , ছিংহাই-তিব্বত রেলপথের নির্মানকাজ প্রভৃতি বিষয়ে পরিদর্শনের পর বলেছেন , বর্তমানে চীনের আর্থ-সামাজিক উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ রণনৈতিক সময়পর্বে রয়েছে । বর্তমানে চীনে তেল প্রভৃতি সম্পদের স্থিতিশীল উত্পাদনের ভিত্তিতে অন্যান্য সম্পদ ব্যাপকভাবে উন্নয়ন করতে হবে , যাতে সম্পদ বাঁচানোর ছাঁচ গড়ে তোলা যায় ।
|