অষ্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দার দোনার ২ মে বলেছেন, অষ্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা, ফেডারেল পুলিশ এবং প্রতিরক্ষা বাহিনীর সদস্য নিয়ে গঠিত জরুরী উদ্ধার দল যত তাড়াতাড়ি সম্ভব ইরাকে গিয়ে ইরাকের সশস্ত্র ব্যক্তিদের দ্বারা অপহরণ করা অষ্ট্রেলিয়ান জিম্মীকে উদ্ধার করার চেষ্টা করবে।
দোনার জোর দিয়ে বলেছেন, অষ্ট্রেলিয়া সরকার সন্ত্রাসবাদের কাছে নতি স্বীকার করবে না।
একই দিনে অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হোওয়ার্ড বলেছেন, অষ্ট্রেলিয়া সরকার অপহরণকারীদের হুমকীর কারণে ইরাক থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে না। তিনি বলেছেন, অষ্ট্রেলিয়ার পররাষ্ট্রনীতি পরিবর্তন না করার পূর্বশর্তে অষ্ট্রেলিয়া যথাসাধ্য উদ্ধার তত্পরতা চালাবে।
খবরে জানা গেছে, ১ মে রাতে ইরাকের সশস্ত্র ব্যক্তিরা অপহরণকৃত অষ্ট্রেলিয়ান দোগ্লাস উদের অডিও টেপ প্রকাশ করেছে। অডিও টেপে উদ যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া এবং ব্রিটিশ বাহিনী ইরাক থেকে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।
|