১ মে ইসরাইল সফররত তুরস্কের প্রেসিডেন্ট এরডোগান বলেছেন, তুরস্ক ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি বৈঠক ত্বরান্বিত করায় সাহায্য করতে ইচ্ছুক, যাতে এ অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল হয়।
এরডোগান সেদিন জেরুজালেমে পৌঁছার পর বলেছেন, তুরস্ক অব্যাহতভাবে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। সূত্রে আরও জানা গেছে, এরডোগান সেদিন তুরস্কের রাজধানী আনকারা ত্যাগ করার আগে বলেছেন, তিনি ইসরাইল ও ফিলিস্তিনকে জানাবেন যে, তুরস্ক দু'পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে ইচ্ছুক। এবং তুরস্কে ফিলিস্তিন ও ইসরাইলের শান্তি বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব করবেন।
|