সম্প্রতি চীনের কুও মিন তাং পার্টির চেয়ারম্যান লিয়েন চেনের সঙ্গে বৈঠকে চীনের কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক হু চিন থাও দুই তীরের সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত যে চারটি প্রস্তাব উপস্থাপন করেছেন , তার উপর চীনের তাইওয়ান , হংকং আর ম্যাকাওয়ের জনসাধারণ ব্যাপক মনোযোগ দিয়েছেন । তারা মনে করেন যে , হু চিন থাও যে সম্প্রীতির বক্তৃতা দিয়েছেন , তা দুই তীরের সম্পর্ক উন্নয়নের নতুন ধ্যানধারণার সূচনা করেছে ।
তাইওয়ানের তুং হুয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ইয়াং খাই হুয়াং বলেছেন , হু চিন থাওয়ের এই চারটি প্রস্তাব দুই তীরের সম্পর্কের উন্নয়ন আরও তরান্বিত করবে । হংকং আর ম্যাকাওয়ের নাগরিকরা বলেছেন , হু চিন থাওয়ের চারটি প্রস্তাব উত্সাহব্যঞ্জক আর আন্তরিকতা ও ভালোবাসায় ভরপুর । তা দুই তীরের শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য আশা বয়ে এনেছে ।
|