এই কয়েক দিনে, আন্তর্জাতিক সমাজ চীনের কমিউসিশ্ট পার্টির সাধারণ সম্পাদক হু চিনথাও এবং চীনের কুওমিনটাং পার্টির চেয়ারম্যান লিয়েন চানের সাক্ষাতের ইতিবাচক মূল্যায়ন করেছে।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র মাইকলেল্লা ২৯ এপ্রিল বলেছেন, যুক্তরাষ্ট্র হু চিনথাও এবং লেয়েন চানের সংলাপকে স্বাগত জানায়, তিনি মনে করেন এ সংলাপ তাইওয়ান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করার জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
৩০ তারিখে যুক্তরাষ্ট্রের চীনা ভাষার "প্রবাসী পত্রিকায়" চীনের কমিউনিশ্ট পার্টি ও চীনের কোওমিনটাং পার্টির শীর্ষ নেতাদের ৬০ বছরে প্রথম বৈঠকে মিলিত হবার প্রশংসা করা হয়েছে এবং তাইওয়ানের কর্তৃপক্ষের প্রতি সক্রিয় মনোভাব নিয়ে দু'তীরের শান্তি-সংলাপে অংশ নেয়া ও মিলিতভাবে দু'তীরের উভয়ের বিজয় বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়েছে।
৩০ এপ্রিল ফিলিপিনসের চীনা ভাষা পত্রিকা "বিশ্ব দৈনিক পত্রিকায়" দু'তীর শান্তিপূর্ণ উপায় নিয়ে মতভেদ সমাধান করে মাতৃভূমির ঐক্য বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
তাছাড়া. স্পেন ও পর্তুগালের গণ-মাধ্যমও প্রথম সময়ে হু চিনথাও- লিয়েন চানের ঐতিহাসিক বৈঠকের খবর প্রকাশ করেছে, তারা মনে করে, এটা দু'তীরের সম্পর্কের উন্নয়ন ও ত্বরান্বিতের অনুকূল হবে।
|