v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-01 19:22:08    
তাইওয়ান সমস্যায় জাপানের প্রতিশ্রুতি পালন করা উচিত

cri
 সিনহুয়াং বার্তা সংস্থার ১ মে প্রকাশিত এক প্রবন্ধে উল্লেখ করা হয়েছে যে , তাইওয়ান সমস্যা ব্যবস্থা নেযার সময়ে জাপানের উচিত এক চীনের নীতি এবং "স্বাধীন তাইওয়ান"কে সমর্থন না করার প্রতিশ্রুতি অবিচলভাবে পালন করা।

 প্রবন্ধেউল্লেখ করা হয়েছে, সঠিকভাবে তাইওয়ান সমস্যা ব্যবস্থা নেয়া তাইওয়ান প্রণালীর পরিস্থিতির স্থিতিশীলতা রক্ষা করার প্রতি হিতকর, দু'তীরের জনগণের কল্যাণ বাড়ানোর জন্য হিতকর, জাপান সহ গোটা এশিয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা বাস্তবায়নের জন্যেও হিতকর।

 তাইওয়ান সমস্যায় জাপান চীনের কাছে একাধিক বার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তব তত্পরতায় তা ভালোভাবে কার্যকরী করে নি। গত বছরের শেষ দিকে, জাপান সরকার চীন সরকারের কঠোর প্রতিবাদ উপেক্ষা করে তাইওয়ান দ্বীপের চরমপন্থী "স্বাধীন তাইওয়ান" শক্তির সাধারণ প্রতিনিধি লি তেং হুইকে জাপানের "ভ্রমণ" ভিসা দিয়েছে।  চলতি বছরের ফেব্রুয়ারী মাসে জাপান এবং যুক্তরাষ্ট্র তাইওয়ান সমস্যাকে তাদের এশিয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের "অভিন্ন রণনৈতিক লক্ষ্যবস্তু" এর তালিকাভুক্ত করেছে। জাপান সরকারের এই সব ভূল আচরণ চীনা জনগণের অনুভূতি আঘাত করেছে, দু'দেশের সম্পর্কের উন্নয়নের নেতিবাচক উপর প্রভাব ফেলেছে।

 প্রবন্ধে জোরালো ভাষায় বলা হয়েছে, তাইওয়ান সমস্যা হচ্ছে চীন-জাপান সম্পর্কের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সমস্যা। জাপান পক্ষ বাস্তব তত্পরতা চালিয়ে সত্যি সত্যি এক চীনের নীতি এবং "স্বাধীন তাইওয়ান"কে সমর্থন না করার প্রতিশ্রুতি অনুসরণ করা উচিত। কেবল এভাবে করলে যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান চীন-জাপান সম্পর্কের সম্মুখীন কঠিন পরিস্থিতির পরিবর্তন করা যাবে, চীন-জাপান সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা যাবে।