পশ্চিম আফ্রিকা দেশগুলোর অর্থনৈতিক কমিউনিটির কার্য-নির্বাহী মহাসচিব মোহাম্মদ ইবন ছাম্বাস ৩০ এপ্রিল টোগোর রাজধানী লোমেয় পুনর্বার ঘোষণা করেছেন, বর্তমান রাজনৈতিক সংকট নিষ্পত্তি করার জন্য টোগোর বিভিন্ন রাজনৈতিক শক্তির জাতীয় সংহতি সরকার গঠন করা উচিত।
ছাম্বারের নেতৃত্বাধীন পশ্চিম আফ্রিকা দেশগুলোর অর্থনৈতিক কমিউনিটির প্রতিনিধি দল একই দিনে লোমে পৌঁছে টোগোর অস্থায়ী প্রেসিডেন্ট আবাস বানফো প্রমুখ সরকারী কর্মকর্তাদের সঙ্গে টোগোর প্রেসিডেন্ট নির্বাচন-জনিত রাজনৈতিক সংকট প্রভৃতি সমস্যা সমাধান করার ব্যাপার নিয়ে আলোচনা করেছেন।
ছাম্বাস টোগোর বিভিন্ন দল এবং তার সমর্থকদের উদ্দেশ্যে সংযম অবলম্বন করা , দেশের স্থিতিশীলতা রক্ষা করা, এবং শীঘ্রই যাবতীয় বল প্রয়োগ তত্পরতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। জানা গেছে, প্রতিনিধি দল ক্ষমতাসীন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ফৌরে গনেসিংবে এবং বিরোধী জোটের ব্যক্তিদের সঙ্গে টোগোর অভ্যন্তরীন শান্তি প্রভৃতি সমস্যা নিয়ে বৈঠক করবেন।
|