৩০ এপ্রিল পয়লা মে আন্তর্জাতিক শ্রমজীবি দিবসের প্রাক্কালে চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের কারমু শহরে গিয়ে আদর্শ শ্রমজীবিদের সঙ্গে সাক্ষাত করেছেন । তিনি সমগ্র দেশের শ্রমিক , কৃষক আর বুদ্ধিজীবিদের প্রতি পবিত্র শ্রদ্ধা আর আন্তরিক সম্ভাষন প্রকাশ করেছেন ।
তিনি বলেছেন , চীনের সংস্কার ও উন্মুক্ততা আর আধুনিকায়নের কাজে বিরাট সাফল্য অর্জিত হয়েছে । এর মূলে রয়েছে আদর্শ শ্রমজীবিদের নিঃস্বার্থ অবদান আর সৃজনশীল পরিশ্রম । আদর্শ শ্রমজীবিরা যেমন বিরাট বস্তুগত সম্পত্তি , তেমনি প্রাচুর্যময় মানসিক সম্পত্তি সৃষ্টি করেছেন ।
|