৩০ এপ্রিল বিকালে মিসরের রাজধানী কায়রোর কেন্দ্রস্থলে পর পর তিনটি সন্ত্রাসী আক্রমণ ঘটনা ঘটেছে, এতে কমপক্ষে দশাধিক লোক হতাহত হয়েছেন, এর মধ্যে দুটি আক্রমণ ঘটনা বিদেশী পর্যটকের বিরুদ্ধে হয়েছে। এই অঞ্চলে এক মাসের মধ্যে পুনর্বার একই রকম ঘটনা ঘটেছে।
কায়রোর রামসিস হিরাটন হোটেলের নিকটে বিস্ফোরণ ঘটনা ঘটেছে, এতে এক জন নিহত, সাত জন আহত হয়েছে, আহতদের মধ্যে রয়েছে চার জন বিদেশী পর্যটক। তা ছাড়া, একই দিনে মিসরের পুলিশ পক্ষ কায়রোর দক্ষিণাঞ্চলে দু জন নারী শুটারের সঙ্গে গুলি বিনিময় করেছে, তারা এক পর্যটন বাসকে হামলা চালানোর অপচেষ্টা করেছে। গুলি বিনিময়ে একজন আক্রমণকারী নিহত, আরেক জন আহত হয়েছে।
নিজেকে "আব্দুল্লাহ আজ্জাম শহীদ ব্রিগেড " এবং "মিসরের মুজাহিদিন " বলে দুটি সংস্থা এই দুটি আক্রমন ঘটনার প্রতি দায়িত্ব ঘোষণা করেছে।
একই দিনে কায়রোর কেন্দ্রস্থলের এক মসজিদের নিকটেও বিস্ফোরণ ঘটেছে, এতে কমপক্ষে দুজন নিহত , বহু লোক আহত হয়েছে।
|