এবছর চীন আর ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী অর্থাত্ ই ই উ'র মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী । এই উপলক্ষে সম্প্রতি চীনের একটি পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে চীনের উপ-পররাষ্ট্র মন্ত্রী চাং ইয়ে স্যুই বলেছেন , বর্তমান জটিল আর পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে চীন-ইউরোপ সম্পর্ক আরো উন্নত করা যেমন দুপক্ষের মৌলিক স্বার্থের সংগে সংগতিপূর্ণ , তেমনি তা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা আর উন্নয়নের অনুকুল হবে ।
তিনি বলেছেন , গত ৩০ বছরে বিকাশের মাধ্যমে চীন-ইউরোপ সম্পর্কে সার্বিক , বহু ক্ষেত্র ও পর্যায়ের সহযোগিতা পরিস্থিতি দেখা দিয়েছে । তা ইতিহাসের সবচেয়ে স্বর্ণ সময়পর্বে রয়েছে । গত ৩০ বছরে বাস্তব অনুশীলনে প্রমানিত হয়েছে যে , চীন আর ইউরোপের মধ্যে পারস্পরিক সম্পর্কের স্থাপন আর উন্নয়ন যার যার মৌলিক স্বার্থের দিক থেকে উভয় পক্ষের নেয়া নির্ভুল বাছাই ।
|