v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-06 21:04:28    
চাষীদের চাষাবাদের আগ্রহে জোয়ারঃ সিছুয়ানে শষ্য চাষের আয়তন বাড়ছে অবিরাম

cri
    বসন্তকালে চাষের সময়ে সি ছ্যুয়েন প্রদেশের কৃষকরা উন্নত জাতের বীজ কেনা, সার জমা রাখা, জল সঞ্চয় করে জমি কর্ষণ ইত্যাদি কাজ ভীষণ মনযোগ দিয়ে করছেন, এই বছরে তাঁরা চাষে ভীষণ আগ্রহী। সিছ্যুয়েন প্রদেশের কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এই বছরে সারা প্রদেশের বসন্তকালের চাষের জমির আয়তন ১ কোটি ১৩ লক্ষ ৩০ হাজার একর হবে, গত বছরের চেয়ে ৯৫ হাজার একর বেশী।

    এই বছরের প্রথমদিকে, সি ছ্যুয়েন প্রদেশে কৃষি কর বিলুপ্তি এবং খাদ্য শস্যের সহায়ক অর্থ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবং কৃষি ও পার্শ্বজাত পণ্যসামগ্রীর দাম বৃদ্ধির জন্য, ব্যাপক কৃষকদের চাষের আগ্রহও বেড়েছে। তার সঙ্গে সঙ্গে ভুট্টা ও ধানের বীজের সংগ্রহের পরিমান প্রচুর এবং মানও অনেক উন্নত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, সারা সিছ্যুয়েন প্রদেশে সঙ্কর ধানের বীজের মজুদ ৩ কোটি ৩৬ লক্ষ ৬০ হাজার কিলোগ্রাম হয়েছে, তা আগের বছরের চেয়ে ১৩ লক্ষ ৬০ হাজার কিলোগ্রাম বেশী। তার মধ্যে জাতীয় মানদন্ড অনুযায়ী তৃতীয় পর্যায়ের উপরের মানের ধানের বীজের পরিমান ১৮ লক্ষ ৪০ হাজার কিলোগ্রাম বেশী হয়েছে। সংগৃহীত ভুট্টার বীজের পরিমান গত বছরের চেয়ে ১.৫ কোটি কিলোগ্রাম বেশী, তার মধ্যে বিশেষ মানের ভুট্টার বীজ ১১ কোটি ৪০ হাজার কিলোগ্রাম।

    কথায় বলে, পরিশ্রম ধন আনে। মানুষ পরিশ্রমী হলে বসন্তকালও আগে আসবে। নতুন বছর কেবল শুরু হয়, সি ছ্যুয়েন প্রদেশের বিভিন্ন পর্যায়ের কৃষি বিভাগ দ্রুত ব্যবস্থা নিয়েছে, "পরিবারে বিজ্ঞান ও প্রযুক্তি শেখানোর" পরিকল্পনা প্রণীত হয়েছে। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত প্রযুক্তি কর্মীদের প্রশিক্ষণ দেয়া, সক্রিয়ভাবে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি সহায়তার অর্থ গ্রামাঞ্চলে সরবরাহ করা ইত্যাদি। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষি প্রযুক্তিবিদের সংখ্যা ১.৩ কোটি হয়েছে, তা গত বছরের তুলনায় ১০ লক্ষ ২০ হাজার বেশী। বৈজ্ঞানিক উচ্চ-উত্পাদন ক্ষমতাসম্পন্ন পরিক্ষামূলক জমির আয়তন ১৭ লক্ষ ৮০ হাজার একর হয়েছে, গত বছরের চেয়ে ২.২ লক্ষ একর বেড়েছে।

    উল্লেখযোগ্য, এই বছরে সি ছ্যুয়েন প্রদেশের গ্রামাঞ্চলের জল সংরক্ষণ পরিকল্পনা আগের চেয়ে উন্নত হয়েছে, এই বছরের বসন্তকালের চাষের জলের চাহিদা মোটামুটি পূরণ করা সম্ভব। সি ছ্যুয়েন প্রদেশের কৃষি ও জলসেচ ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রয়ারী মাস পর্যন্ত, গোটা প্রদেশের সংরক্ষিত জলের আয়তন ৭.৩ বিলিয়ন ঘনমিটার, এটি গত কয়েক বছরের মোট সংরক্ষিত জলের চেয়ে ৩০ কোটি ঘনমিটার বেশী। শীতকালে জলাভূমির পানি-সংগ্রহের ফল ভাল, ক্ষরা না হলে, মোটামুটি ধানের চাষের চাহিদা মেটানো যাবে।