v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-05 20:16:05    
শিশুদের দুর্ঘটনা-জনিত আঘাত কমাতে চীনের প্রয়াস

cri
    সম্প্রতিক বছরে চীনে শিশুদের দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনা মাঝে মাঝেই ঘটে। এই মর্মান্তিক ঘটনা ক্রমাগত সমাজের বিভিন্ন মহলের মনোযোগ আকর্ষণ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীন দুর্ঘটনায় শিশুদের আহত হবার ঘটনা হ্রাসের ব্যবস্থা নিচ্ছে, যাতে তারা সুস্থভাবে বড়ো হয়।

    চীনের অর্থনৈতিক ও সমাজিক উন্নয়নের সংগে সংগে, চীনাদের চিকিত্সা ও জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। আগের দিনে,কঠিন সংক্রামক রোগ, অপুষ্ঠি ইত্যাদি চীনা শিশুদের স্বাস্থ্য-বিরোধী রোগ এখন নিয়ন্ত্রণযোগ্য। কিন্তু দুর্ঘটনায় আহত হওয়া ক্রমাগত শিশুদের স্বাস্থ্য-বিরোধী রোগের মধ্যে সবচেয়ে গুরুতর সমস্যার অন্যতম। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ-নিয়ন্ত্রণ বিভাগের উপ-প্রধান ফেং ইয়্যে চুই বলেছেন:

    "চীনে দুর্ঘটনায় শিশুদের আহত বা নিহত হওয়ার ঘটনা মাঝে মাঝে ঘটে। এটা সমাজের ব্যাপক মনোযোগ আকর্ষণ করছে। দুর্ঘটনায় আঘাত পাওয়া শিশুদের ও যুবক-যবতীদের স্বাস্থ্য সুস্থ বিকাশে কু-প্রভাব ফেলে, এবং তাদের পরিবারের জন্য গুরুতর ক্ষতি ডেকে আসে।"

    এক জরীপ অনুযায়ী, এখন দুর্ঘটনা হলো চীনের অনূর্ধ্ব চৌদ্দ বছর বয়স্ক শিশুদের নিহত হওয়ার প্রথম কারণ, এবং তার মৃত্যু হার বেশি, ঘটার হার উঁচু এবং বৃদ্ধির গতি দ্রুত।

    আগে অনেক চীনা মানুষের মতে দুর্ঘটনা হলো অননুমেয় ঘটনা, তাই নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু নিরাপত্তা প্রকৌশল ও ভেষজ শিল্পের উন্নয়নের সংগে সংগে মানুষরা এখন উপলব্ধি করেছে যে, কার্যকর ব্যবস্থা নিয়ে দুর্ঘটনায় আঘাত প্রাপ্তি-নিবারণ ও নিয়ন্ত্রণ করা যায়। সুতরাং কিছু কিছু বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে তদন্ত ও গবেষণা শুরু করেছেন।

    কয়েক দিন আগে, ইউনিসেফ ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার সাহায্যে, পেইচিং মহানগরের সংশ্লিষ্ট বিভাগ শিশুদের দুর্ঘটনায় আঘাত-প্রাপ্তি সম্পর্কে তদন্ত করেছে। জানা গেছে, গত প্রায় এক বছরে, তদন্ত কর্মকর্তারা প্রায় ত্রিশটি পরিবারের ওপর জরীপ চালিয়ে অনেক প্রত্যক্ষ তথ্য পেয়েছেন। জরীপ অনুযায়ী, শিশুদের দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার প্রধান কারণ হলো আকস্মিক দুর্ঘটনা এবং ডুবে মরা, আর সাধারণ আঘাতের প্রধান কারণ হলো পড়ে যাওয়া ও পশুদের কামড়।

    তদন্তে আরো দেখা যায় যে, সাধারণ পরিবারে বিভিন্ন ধরনের বিপদের উত্স আছে, যেমন রাসায়নিক ওষুধ ও বিষ জাতীয় পদার্থের অনিরাপদ সংরক্ষণ,সহজে লভ্য গরম পানি, রোলিং বিহীন সিঁড়ি ও বিপজ্জনক উচ্চতা ইত্যাদি। কমিউনিটির পরিবেশও বিপদের উত্স থাকে, যেমন নির্মান অঞ্চলে কোনো ঢাকনা নেই বলে, প্রচন্ড যানজট ও নিরাপত্তা ব্যবস্থাবিহীন খেলাধুলা স্থান ইত্যাদি।

    তদন্তের ফলাফল অনুযায়ী, শিশুদের দুর্ঘটনায় আহত হওয়ার সম্ভাবনা কমানোর জন্য পেইচিং ধারাবাহিক ব্যবস্থা নেবে। পেইচিং মহানগরের নারী ও শিশুদের কর্ম কমিটির উপ-প্রধান রেন রং হুয়া বলেছেন:

    "পেইচিংয়ে ইতিমধ্যে শিশুদের দুর্ঘটনায় আঘাত-প্রাপ্তি সম্পর্কিত তদন্তের ফলাফল অনুযায়ী, শিশুদের দুর্ঘটনায় জখম থেকে রক্ষা করার কর্মসূচী প্রবর্তিত হয়েছে। পেইচিং নারী ও শিশুদের কর্ম কমিটি-সহ বারোটি সংস্থা নিয়ে শিশুদের দুর্ঘটনায় আঘাত থেকে রক্ষা করার কর্মসূচী গ্রুপ গঠিত হয়েছে।"

    সম্প্রতিক বছরে পেইচিংয়ে বিভিন্ন রকমের স্বাস্থ্য শিক্ষা এবং নিরাপত্তা বিষয়ক শিক্ষা ও প্রচার তত্পরতা অনুষ্ঠিত হয়েছে, তাতে শিশুদের, মা-বাবার, শিক্ষকদের ও জন সাধারণের শিশুদের দুর্ঘটনায় আঘাত সম্পর্কিত জ্ঞান বেড়েছে। তা ছাড়া, পেইচিং শহরে শিশুদের দুর্ঘটনায় আহত হওয়া থেকে সুরক্ষা করার সংশ্লিষ্ট আইন প্রনীত হবে, শিশুদের সুরক্ষার জন্য আইনগত তত্ত্বাবধানের ব্যবস্থা করবে।

    পেইচিংয়ের মতো গত বছরে চীনের অন্য অনেক শহরেও শিশুদের দুর্ঘটনায় আঘাত সংশ্লিষ্ট তদন্ত ও গবেষণা এবং হস্তক্ষেপ ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। সরকারের আহ্বানে বাবা-মা, ডাক্তার,সংবাদ সংস্থা ইত্যাদি সমাজের বিভিন্ন ক্ষেত্রে শিশুদের দুর্ঘটনায় আঘাত হওয়া কমানোর প্রয়াস চলছে, বিভিন্ন স্থানীয় টি.ভি স্টেশনে সব সময় সংশ্লিষ্ট অনুষ্ঠার প্রচারিত হয়।

    চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগের উপ-প্রধান ফেং ইয়্যু চ্যুই সংবাদদাতাকে বলেছেন, চীন সরকার এখন শিশুদের দুর্ঘটনায় আঘাত কমানো একটি দীর্ঘ-মেয়াদী কর্তব্য হিসেবে প্রবর্তন করছে। তিনি বলেছেন:

    "চীন ২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত শিশু উন্নয়ন কর্মসূচী-তে শিশুদের দুর্ঘটনা আঘাত প্রতিরোধে একটি দীর্ঘমেয়াদী কর্তব্য অনুর্ভূক্ত করেছে, এবং অনেক গবেষণা ও ফলপ্রসূ কাজ করেছে। আশা করি আমাদের মিলিত প্রয়াসে চীনে শিশুদের দুর্ঘটনা আঘাত নিয়ন্ত্রণের কাজে নিশ্চয়ই উল্লেখযোগ্য সাফল্য আর্জিত হবে।"

    সংগে সংগে চীন কিছু দেশ ও আন্তর্জাতিক সংস্থার সংগে শিশুদের দুর্ঘটনায় আঘাত নিয়ন্ত্রণের ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করছে। তার মধ্যে চীন সরকার আর ইউনিসেফ ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার সংগে চালানো সহযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

    সম্প্রতিক বছরগুলোতে, চীন এসব আন্তর্জাতিক সংস্থার সংগে শিশুদের দুর্ঘটনায় আহত হওয়ার সম্ভাবনা ও ক্ষেত্র জানার জন্য ধারাবাহিক তদন্ত চালিয়েছে। চীনস্থ ইউনিসেফের কার্যালয়ের প্রতিনিধি ক্রিস্টিয়ান ভোমার্ড বলেছেন:

    "অন্য দেশের অভিজ্ঞতা থেকে প্রমানিত হয়েছে যে, অধিকাংশ দুর্ঘটনাজনিত আঘাত নিবারণ করা যায়। গত পঞ্চাশ বছরে, উন্নত দেশে দুর্ঘটনায় আহত শিশুদের সংখ্যা কমে গিয়েছে।এটা অর্থনীতির উন্নয়নের অবশ্যম্ভাবী ফলাফল নয়, বরং বিভিন্ন পক্ষের প্রতিশ্রুতি ও প্রয়াসের যৌথ সুফল। ইউনিসেফ আর শিশুদের নিরাপত্তা ইউনিয়ন চীনের বিভিন্ন পর্যায়ের সরকারকে শিশুদের দুর্ঘটনা-জনিত আঘাতের সম্ভাবনা অনেকখানি কমানোর জন্য চালানো গবেষণা ও তত্পরতা সমর্থন করতে ইচ্ছুক।