|
চীনের ৯৭তম রপ্তানি মেলা সমাপ্ত, বিক্রীজনিত আয় ২৯.২ বিলিয়ন মার্কিন ডলার
cri
|
১৫ই এপ্রিল শুরু হওয়া চীনের ৯৭তম রপ্তানি মেলা ৩০ এপ্রিল কুয়াং চৌ-এ সমাপ্ত হয়েছে। এবারকার বিক্রি মেলায় মোট ২১০টি দেশ ও অঞ্চলের ২ লক্ষ ক্রেতা অংশ গ্রহন করেছেন, তাতে মোট ২৯.২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যদ্রব্য বিক্রি হয়েছে।
চীনের রপ্তানি মেলা হচ্ছে বর্তমানে চীনের বৃহত্তম, সবচেয়ে দীর্ঘ ইতিহাস সম্পন্ন এবং সবচেয়ে বৈচিত্র্যময় পণ্যদ্রব্যের রপ্তানী মেলা।
|
|