v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-30 20:43:11    
নানা দেশে প্রবাসী চীনা ও চীনাজাত বিদেশীরা হু চিন থাও ও লিয়েন জানের বৈঠকের উচ্চপর্যায়ের মূল্যায়ণ করেছেন

cri
    চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও ও চীনের কুওমিনতাং পার্টির চেয়ারম্যান লিয়েন জান ২৯ এপ্রিল পেইচিংয়ে যে বৈঠক করেছেন বিভিন্ন দেশের প্রবাসী চীনা ও চীনাজাত বিদেশীরা তার উচ্চপর্যায়ের মূল্যায়ণ করেছেন ।

    চীনের কুওমিনতাং পার্টির যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল শাখার সদস্য চাং সুয়ে হাই মনে করেন , গত কয়েক বছরে থাইওয়ান কর্তৃপক্ষের তথাকথিত "চীন পরিত্যাগ" ইত্যাদি ধারাবাহিক স্বাধীন থাইওয়ান-প্রয়াসী তত্পরতার ফলে দু'পারের সম্পর্ক উত্তেজণাপূর্ণ হয়ে উঠেছে । কুওমিনতাং পার্টি ও কমিউনিষ্ট পার্টির শীর্ষনেতাদের এবারের সরাসরি বৈঠক দু'পারের সম্পর্কের উন্নয়নকে বলিষ্ঠভাবে ত্বরান্বিত করতে পারবে ।

    আমেরিকার পূর্বাংশের চীনাজাত বিদেশীদের সংগঠনের যুক্ত সমিতির অন্যতম চেয়ারম্যান লিয়াং কুয়াং চুন বলেছেন , লিয়েন জানের এবারের মূলভূভাগসফর থেকে প্রমাণিত হয়েছে যে , চীনাদের ব্যাপার চীনারাই সমাধান করতে পারেন । আমেরিকার কিছু চীনাজাত বিদেশী ও প্রবাসী চীনারা বলেছেন , বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য হচ্ছে এই যে , দু'পক্ষ স্পষ্টভাবে "বিরানব্বইয়ের মতৈক্যে" অবিচল থাকা ও "স্বাধীন থাইওয়ানের" বিরোধিতা করার অভিন্ন অধিষ্ঠান ব্যক্ত করেছে । এটা দু'পারের সম্পর্কের ভবিষ্যতের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে ।

    রোমানিয়ার চীনের শান্তিপূ্র্ণ কীকরণ ত্বরান্বিতকরণ সমিতির অবৈতনিক চেয়ারম্যান চেনইউন ও চেয়ারম্যান কোইউ সানএই আস্থা প্রকাশ করেছেন যে , লিয়েন জানের মূলভূভাগসফর দু'পারের সম্পর্ককে পারস্পরিক সমঝোতা ও সম্মানপ্রদর্শনের ভিত্তিতে আরও ঘনিষ্ঠ করে তুলবে ।

    মাদাকাস্কারস্থ চীনের শান্তিপূর্ণ একীকরণ ত্বরান্বিতকরণ সমিতির বিবৃতিতে বলা হয়েছে , লিয়েন জানের মূলভুভাগসফর থাইওয়ানের জনসাধারণের বলিষ্ঠ সমর্থন পেয়েছে । এটাই যুগের গতিধারার সঙ্গে খাপ খাওয়ার জীবন্ত প্রতিফলন ।

    অষ্ট্রেলিয়ার চীনাজাত বিদেশীদের সংগঠন সমিতির চেয়ারম্যান উ ছাং মাও বলেছেন , হু চিন থাও ও লিয়েন জানের ঐতিহাসিক বৈঠকে দেশবিদেশের চীনারা আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছেন । তিনি একই সময় থাইওয়ান কর্তৃপক্ষের উদ্দেশ্যে এই ঐতিহাসিক সুযোগ আঁকড়ে ধরে একচীন নীতিতে ফিরে আসার আহবান জানিয়েছেন ।