ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ২৯ এপ্রিল বলেছেন , ঐদিন লন্ডনে ইরানের পারমানবিক সমস্যা সম্পর্কিত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্বকারী ব্রিটেন , ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের নতুনদফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বৈঠকে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে নি । দু'পক্ষ এই সমস্যায় অব্যাহতভাবে আলাপ-পরামর্শ বজায় রাখতে ও উপযুক্ত সময়ে বৈঠক আবার শুরু করতে রাজী হয়েছে ।
এই দফা বৈঠকে দু'পক্ষ প্রধানত: মার্চ মাসের শেষদিকে ইরানের উত্থাপিত আপোষের প্রস্তাব , অর্থাত্ নাতান্জে একটি ছোটো ইউরেনিয়াম ঘনীভূতকরণ ঘাঁটি রাখা এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে ইউরেনিয়াম ঘনীভূতকরণ তত্পরতার একটি ছোটো আকারের "পরীক্ষা পরিকল্পনা"পুনরুদ্ধার করার প্রস্তাব নিয়ে আলোচনা করেছে ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি বলেছেন , যদি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের পারমানবিক বৈঠক ব্যর্থ হয় তাহলে ইরান তার ইউরেনিয়াম ঘনীভূতকরণ কর্মসূচী আবার শুরু করবে ।
ইরানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পারমানবিক বৈঠক শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন ইরানকে তার ইউরেনিয়াম ঘনীভূতকরণ তত্পরতা পরিত্যাগ করতে বলে এসেছে কিন্তু ইরান সর্বদাই মনে করে , "পারমানবিক অবিস্তার চুক্তি" মেনে চলার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে পারমানবিক শক্তি উন্নয়ন ও ব্যবহারের অধিকার তার আছে ।
|