একাদশ চীন-আশিয়ান উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সম্মেলন ২৯ তারিখে চীনের সাংহাইয়ে আয়োজিত হয়েছে । চীন ও আশিয়ানের ১০টি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা অথবা তাঁদের প্রতিনিধিরা এবং আশিয়ানের মহাসচিব সম্মেলনে অংশগ্রহণ করেছেন ।
সম্মেলনে বিভিন্ন পক্ষ চীন-আশিয়ান রণনৈতিক সম্পর্কের প্রসার , বর্তমানে পূর্ব-এশিয়ার সহযোগিতার পরিস্থিতি এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছে । আগামী ডিসেম্বর মাসে মালয়েসিয়ায় অনুষ্ঠিতব্য নবম চীন-আশিয়ান শীর্ষ সম্মেলনের জন্য এবারকার সম্মেলন সার্বিক প্রস্তুতি নিয়েছে ।
বিভিন্ন পক্ষ রাজনৈতিক আস্থা জোরদার এবং চীন-আশিয়ানের অবাধ্য বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা ত্বরান্বিত করতে রাজি হয়েছে , যোগাযোগ , শক্তি সম্পদ , সংস্কৃতি , পর্যটন ও গণ-স্বাস্থ্য এই নতুন পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় সহযোগিতার আত্ততাভূক্ত করার সিদ্ধান্তও নিয়েছে ।
দুপক্ষ আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারাদি , বিশেষ করে পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলন , বড় দেশের মধ্যকার সম্পর্ক আর জাতি সংঘের সংস্কার ইত্যাদি সমস্যা নিয়ে ব্যাপকভাবে মত বিনিময় করেছে । কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে চীন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে , আশিয়ান তার প্রশংসা করেছে ।
|