v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-29 21:31:03    
সাত দিন

cri
    ২০০৫সালের বো আও এশিয়া ফোরাম ২৩ এপ্রিল চীনের হাইনান প্রদেশের বো আওয়ে উদ্বোধন হয়েছে।

    দুদিনব্যাপী এই ফোরামের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে এশিয়ার নতুন ভুমিকা ও অভিন্ন সাফল্য অর্জনের প্রয়াস ।চল্লিশাধিক দেশ ও অঞ্চলের প্রায় ১২০০ জন রাজনীতিবিদ , শিল্পপতি ও পণ্ডিত এই ফোরামে অংশ নিয়েছেন ।

    চীনের মূল ভূভাগের বেশ কয়েক জন তাইওয়ান সমস্যা বিষয়ক বিশেষজ্ঞ ২৩ এপ্রিল শিংওয়া বার্তা সংস্থার সংবাদদাতাকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, চেয়ারম্যান লিয়েজানের নেতৃত্বে চীনের গুওমিনডাং পাটির আসন্ন সফর মূল ভূভাগের উপর তাইওয়ান বাসীদের উপলদ্ধি বাড়াতে সহায়তা করবে, মূল ভূভাগ তাইওয়ান বাসীদের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি জানতে সহায়ক হবে এবং তাইওয়ান প্রণালীর দুই পাশের সম্পর্কের প্রশমন আর বিকাশে সহায়তা করবে।

    পেইচিং যুক্ত বিশ্ববিদ্যালয়ের তাইওয়ান বিষয়ক গবেষণালয়ের প্রেসিডেন্ট শি বো ডং বলেছেন, লিয়েজানের নেতৃত্বে গুওমিনডাং পাটির আসন্ন মূল ভূভাগের সফর হচ্ছে দুই পাটির সম্পর্কের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা।চীনের গণ বিশ্ববিদ্যালয়ের অধাপক হুওয়া চা সু মনে করেন, লিয়েজানের নেতৃত্বে গুওমিনডাং পাটির আসন্ন সফর তাইওয়ান প্রণালীর দুই পাশের উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে সংলাপের পথ সুচনা করবে।

    চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান চা ছিং লিন ২৪ এপ্রিল বোআও এশিয়া ফোরামে অংশ গ্রহণকারী নেপালের রাজা জ্ঞানেন্দ্রের সঙ্গে সাক্ষাত করার সময় বলেছেন, দীর্ঘকাল ধরে চীন আর নেপাল আন্তরিকভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশিল নীতি অনুসরণ করে এসেছে, দু দেশের সর্ম্পকে স্থিতিশীল আর সুষ্ঠু বিকাশের ধারা অব্যাহত রাখা হয়েছে ।দু দেশের সম্পর্ককে ভিন্ন সমাজ ব্যাবস্থায় রাশ্ট্র-রাষ্ট্রের মধ্যে সহাবস্থানের দৃষ্টান্ত বলে মনে করা যায়।চেয়ারম্যান চা ছিং লিন বলেছেন, দু দেশের বন্ধুত্ব যেমন দু দেশের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণতেমনি আঞ্চলিক শান্তি আর স্থিতিশীলতার জন্য কল্যাণকর।চীন সরকার "প্রতিবেশির প্রতি সদিচ্ছা, প্রতিবেশির সঙ্গে বন্ধুত্ব"নীতি পোষণ করে। চীন নেপালের সঙ্গে একত্রে দু দেশের প্রতিবেশিসূলভ আর পারষ্পরিক উপকারিতার সম্পর্কের জন্য নতুন প্রাণশক্তি যোগাতে চায়।রাজা জ্ঞানেদ্র বলেছেন, নেপাল সরকার এক চীন নীতিতে অবিচল রয়েছে এবং চীনের জাতীয় গণ কংগ্রেসে গৃহীত রাষ্ট্র বিভক্তি বিরোধী আইন সমর্থন করে।

    ২০০৫সালের বো আও এশিয়া ফোরামে চীনের কেন্দ্রীয় গণ ব্যাংকের গভর্নর চৌ সিয়াও চুয়ান ভাষণ দেওয়ার সময় বলেছেন , চীনের মুদ্রা বিনিময় হারের সংস্কার সময় সাপেক্ষ । চীন সরকার এই সংস্কারের প্রস্তুতি নিচ্ছে।

    গভর্নর চৌ সিয়াও চুয়ান আরো বলেছেন , মুদ্রা বিনিময় হারের বাজারের ভূমিকা বাড়ানোর জন্য চীন সরকার অর্থ সংস্থা ও অর্থ মহলের সংস্কার জোরদার করছে । চীনের মুদ্রা বিনিময় হারের সংস্কারের লক্ষ্য স্পষ্ট এবং বাস্তব অবস্থা বিবেচনা করে সংস্কার শুরু হবে ।

    গভর্নর চৌ সিয়াও চুয়ান আরো বলেছেন , পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে ধীরস্থিরভাবে চীনের মুদ্রা বিনিময় হারের সংস্কার চালানো হবে এবং তা চীনের অর্থনীতির উন্মুক্ততা ও বাজারায়নের প্রক্রিয়ার সঙ্গে তাল রেখে চালাতে হবে ।

    চীনের উপ বাণিজ্য মন্ত্রী মিও শিও ছি ২৩ এপ্রিল বোআও এশিয়া ফোরামে বলেছেন, যদি ইউরোপীয় ইউনিয়ান আর অন্যান্য দেশ ডাবলিওটিওটে চীনের অন্তভূর্ক্তির চুক্তিতে যে প্রতিকূল পরিস্থিতি দেখা দিয়েছে তার সুযোগ বুঝে চীনের বস্ত্রজাত পণ্যের উপর কোন ব্যবস্থা নেয় তাহলে চীনের শিল্প-প্রতিষ্ঠাগুলোর উপযুক্ত অধিকার আর স্বার্থ রক্ষা করার জন্য চীন সরকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণকরবে।তিনি বলেছেন, ডাবলিওটিওটে চীনের অন্তর্ভূক্তিহওয়ার পর বাণিজ্যের পরিবেশ উন্নত হয়েছে।২০০১ সালের তুলনায় ২০০৪ সালে চীনের বৈদেশিক বাণিজ্যের মূল্যের বৃদ্ধি হার এক গুণের বেশি হয়েছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে চীনের বাণিজ্যিক বিরোধও বেড়েছে।সারা পৃথিবীতে চীনের অ্যান্টি-ডানপিং ঘটনার পরিমাণের বৃদ্ধি সবচেয়ে দ্রুত।বর্তমানে চীন সরকার সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আইন অনুযায়ী শিল্প-প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার উপায় নিয়ে গবেষণা করছে।

    মার্কিন সরকার কংগ্রেসের কাছে "তিব্বত সমস্যা" সংক্রান্ত প্রেসিডেন্টের রির্পোট দাখিল করেছে , এ প্রসংগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ২৪ এপ্রিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিং কাং বলেছেন, চীনের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন সরকারের এই আচরণ একটি হস্তক্ষেপ। চীন পক্ষ এর তীব্র বিরোধীতা করে।মুখপাত্রটি বলেছেন, তিব্বত হচ্ছে চীনের একটি অংশ।তিব্বতের ব্যাপার পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার।নিজের দেশের আইন অনুসারে মার্কিন পক্ষ তথাকথিত প্রেসিডেন্টের রির্পোট উত্থাপন করেছে।তারা সত্যতা উপেক্ষা করে তিব্বত বিষয়ে অসংলগ্নকথা বলেছে।এটা আন্তর্জাতিক সম্পর্কেরমৌলিক বিধি এবং চীন-মার্কিন তিনটি যুক্ত বিবৃতির মৌলিক নীতি লংঘন করেছে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে।চীন পক্ষ এর তীব্র বিরোধীতা করে।মুখপাত্রটি বলেছেন, দালাইলামার প্রতি চীনের কেন্দ্রীয় সরকারের নীতি স্পষ্ট।যদি তিনি স্বাধীন তিব্বত প্রয়াসী মতাধিষ্ঠান পরিত্যাগ করেন, মাতৃভূমির বিভক্তি তত্পরতা বন্ধ করেন এবং প্রকাশ্যে ঘোষণা করেন যে তিব্বত চীনের একটি অবিছেদ্য অংশ এবং স্বীকার করেন যে তাইওয়ান চীনের অবিছেদ্য অংশ, তাহলে আমরা তার সঙ্গে যোগাযোগ করবো।মুখপাত্রটি বলেছেন, আমরা মার্কিন পক্ষের উদ্দেশ্যেসত্যতা তুলে ধরে তিব্বত সমস্যা পরিচালনা করতে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপনা করার প্রতিশ্রুতি দেওয়ার দাবী জানিয়েছি। প্রতিশ্রুতি দেওয়া।

    চীনের কোমিংটাং পার্টির চেয়ারম্যান লিয়েন চানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ২৬ এপ্রিল তাইওয়ান থেকে হংকং হয়ে মূলভুভাগের নানচিং শহরে পৌছে তার আটদিনব্যাপী সফর শুরু করেছেন। চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের আমন্ত্রনে লিয়েন চান মূলভুভাগ সফরে এসেছেন । ৫০ বছর আগে গৃহযুদ্ধে পরাজয়বরণের পর কোমিংটাং পার্টি তাইওয়ানে অবস্থান করতে শুরু করে। লিয়েন চান হচ্ছেন গত ৫০ বছরে মূলভূভাগে সফরে আসা কোমিংটাং পার্টির প্রথম চেয়ারম্যান । বর্তমানে কোমিংটাং পার্টি হচ্ছে তাইওয়ানের বৃহত্তম বিরোধী পার্টি।

    নানচিং সফরকালে লিয়েনচান ও তার সফরসঙ্গীরা চীনের গণতান্ত্রিক বিপ্লবের অগ্রনীদূত , চীনের কোমিংটাং পার্টির প্রতিষ্ঠাতা ডঃ সান ইয়াত সেনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন , নানচিং থেকে লিয়েনচান রাজধানী পেইচিং সফরে আসবেন ।

    তাইওয়ানের ছিংমিন পাটির চেয়ারম্যানের চীনের মূল ভূভাগ সফর

    চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটি এবং চীনের কমিউনিষ্ট পাটির সাধারণ সম্পদ হু চিন থাওয়ের আমন্ত্রণে তাইওয়ানের ছিংমিন পাটির চেয়ারম্যান সন ছু ইউয়ের নেতৃতাধীন মূল ভূভাগের সফর দল আগামী ৫ই থেকে ১২ই মে পর্যন্ত সিআন, নানচিং , সাংহাই, ছাংশা আর পেইচিং সফর করবে।

    ২৪শে এপ্রিল পেইচিংএ চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মহা পরিচালক জেন ইয়েন লিন এবং ছিংমিন পাটির মহা সচিব ছিনচিন সেনের মধ্যে দুই পাটির মধ্যে সম্পর্ক নিয়ে মত বিনিময় হয়েছে

    চীনের প্রেসিডেন্ট হু জিন থাওয়ের সফর সঙ্গী, পররাষ্ট্র মন্ত্রী লি জাও সিং ২৮এপ্রিল দেশে ফেরার পথে বিশেষ বিমানে সাংবাদিকদে দেয়া সাক্ষাতকারে বলেছেন ,দক্ষিন পুর্ব এশিয়ায় প্রেসিডেন্ট হু জিন থাওয়ের সফরে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে । সফরকালে মৈত্রী গভীর করা , সহযোগিতা বাড়ানো , ঐক্য জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন সাধন করার লক্ষ্য বাস্তবায়িত হয়েছে ।

    উল্লেখ্য ২০ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত প্রেসিডেন্ট হু জিন থাও ব্রুনেই , ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সে রাষ্ট্রীয় সফর করেছেন এবং ইন্দোনেশিয়ায় আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলন ও বান্দুং সম্মেলনেরস্বর্ণ জয়ন্তী উদযাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন ।

    ২৮ এপ্রিল চীনের উপবানিজ্য মন্ত্রী আন মিন পেইচিংয়ে বলেছেন , পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতি তরান্বিত করার জন্য চীন সরকার চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিদেশে অর্থবিনিয়োগ করতে উত্সাহ দেবে । তিনি আরো বলেছেন , চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রযুক্তিহস্তান্তর , সস্তা ও ভালো গুনমানের পন্যদ্রব্য সরবরাহ , বিভিন্ন ক্ষেত্রের অর্থনৈতিক ও বানিজ্যিক সহযোগিতা চালানোর মাধ্যমে পৃথিবীর অনেক দেশের শিল্পোন্নয়ন তরান্বিত করতে পারবে , সেই সব দেশের জন্য আরো বেশী কর্মসংস্থানের সুযোগ যোগাবে এবং তাদের আয় বাড়াবে ।

    একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , গত বছরের শেষ নাগাদ চীন পৃথিবীর ১৬০টি দেশ ও অঞ্চলে মোট ৩৭ বিলিয়ন মার্কিন ডলার অর্থবিনিয়োগ করেছে , এই সব অর্থের বেশীর ভাগ এশিয়া , আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োজিত হয়েছে ।

    ২৭ এপ্রিল চীনের রাষ্ট্রীয় পরিষদের একটি অধিবেশনে বসতবাড়ীর দাম নিয়ন্ত্রন সমস্যা আলোচনা করা হয়েছে । অধিবেশনে সংশ্লিষ্ট পক্ষের প্রতি বসতবাড়ী নির্মানের ক্ষেত্রে অর্থবিনিয়োগের অতিদ্রুত বৃদ্ধি আর বসতবাড়ীর দাম বৃদ্ধি নিয়ন্ত্রনের কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে ।

    অধিবেশন মনে করে , বর্তমানে চীনের বসতবাড়ী নির্মান ও কেনাবেচার বাজারে কিছু সমস্যা আছে , বসতবাড়ী কেনাবেচা বাজারের বিশৃঙ্খল অবস্থা এখনও বিদ্যমান । অধিবেশনে বাড়ী নির্মানে ভুমি সরবরাহের কড়া নিয়ন্ত্রন, মাঝারী আকারের বসতবাড়ীর সরবরাহ নিশ্চিত করা , নিম্ন আয়ের পরিবারের থাকার চাহিদা মেটানো আর বসতবাড়ী কেনার জন্য ঋণদান সম্পর্কিত নিয়ন্ত্রন জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে ।

    দুদিন ব্যাপী আফ্রো -এশিয়া শীর্ষ সম্মেলন ২৩এপ্রিল বিকালে জাকার্তায় সমাপ্ত হয়েছে । সম্মেলন আফ্রো -এশিয়র নতুন রণনৈতিক অংশীদারী সম্পর্ক সংক্রান্ত ইস্তাহার , এবং জলোচ্ছাস ,ভুকম্প , ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আফ্রো -এশিয়ার নেতাদের যুক্ত বিবৃতি গৃহীত হয়েছে ।

    বান্দং আদর্শের প্রাণশক্তি পুনরোদ্ধার ও আফ্রো -এশিয়র নতুন রণনৈতিক অংশীদারী সম্পর্ক স্থাপন এবারের শীর্ষ সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় । চীনের প্রেসিডেন্ট হু জিন থাও সহ একশোটিরও দেশের নেতা বা সরকারের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিয়েছেন ।

    সম্মেলনে অংশগ্রহণকারীরা ২০ এপ্রিল আফ্রো -এশিয়ার মন্ত্রী পর্যায়ের অধিবেশনের কার্যবিবরন এবং ২২ ও ২৩ এপ্রিল আফ্রো -এশিয়ার বাণিজ্য শীর্ষ সম্মেলনের কার্যবিবরন শুনেছেন এবং আফ্রো -এশিয়র নতুন রণনৈতিক অংশীদারী সম্পর্ক ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন ।

    ২৩ এপ্রিল ইন্দোনেসিয়ায় অনুষ্ঠিত আফ্রো-এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণকারী জাতি সংঘ মহা সচিব কোফি আন্নান বলেছেন, জাতি সংঘের সংস্কারে সময়সূচী নেই।আগামী সেপ্টেম্বর সংস্কারের চূড়ান্ত মেয়াদ সিদ্ধান্ত নেওয়ার তারিখ নয়।চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেছেন।এর আগে ভাষণ দেওয়ার সময় কোফি আন্নান জোর দিয়ে বলেছেন, তিনি মনে করেছিলেন, জাতি সংঘের সংস্কার নিয়ে বিভিন্ন পক্ষের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে।তিনি আশা করেছেন, বিভিন্ন দেশের নেতারা তাঁর এই সংস্কারের পরিকল্পনা সমর্থন করবেন।

    উল্লেখ্য, গত ২১ মার্চ কোফি আন্নান জাতি সংঘের সংস্কার সম্বন্ধে একটি রিপোট দাখিল করেছেন।কিন্তু চীন, যুক্তরাষ্ট্র আর রাশিয়া ইত্যাদি দেশগুলো মনে করে , বর্তমানেএই রিপোটের প্রতি বিভিন্ন পক্ষের মতভেদের পরিপ্রেক্ষিতে সংস্কারের সময়সূচী ইচ্ছাকৃতভাবে স্থির করা ঠিক না।

    ২৪ এপ্রিল লেবাননের সংবাদ সূত্রে জানা গেছে, ওইদিন লেবানন থেকে সিরিয়া তার সকল সৈন্য প্রত্যাহার করেছে। এর ফলে লেবাননে সিরিয় বাহিনীর ২৯ বছর অবস্থানের ইতিহাস শেষ হলো।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ,২৩ এপ্রিল রাতে বেগা ভেল্লেয় থেকে সিরিয় সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। একজন সিরিয় সামরিক কর্মকর্তা অনুমান করে বলেছেন, লেবানন থেকে ২৪ ঘন্টার মধ্যে তাদের সকল সৈন্য প্রত্যাহার সম্পন্ন হবে।

    লেবানন ও সিরিয়ার সামরিক সহযোগিতা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ৭ তারিখে দ্বিতীয় দফার সিরিয় সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। এই প্রদ্যাহৃত সৈন্যদের সংখ্যা প্রায় দশ হাজার।

    দক্ষিণ কোরিয়া সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ছ'পক্ষিয় বৈঠকে মার্কিন পক্ষের প্রথম আলোচনা প্রতিনিধি ক্রিস্টোফার হিল ২৫ তারিখে সিউলে আলাদা আলাদাভাবে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী বান কি-মুন, এবং পররাষ্ট্র ও বাণিজ্য উপমন্ত্রী ও ছ'পক্ষীয় বৈঠকের দক্ষিণ কোরীয় প্রধান আলোচনা প্রতিনিধি সুং মিন-সুনের সঙ্গে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা নিয়ে বৈঠক করেছেন।

    দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তা বলেছেন, হিল ও সুং মিন-সুন বৈঠকে উত্তর কোরিয়ার উপদ্বীপের পারমাণবিক পরিস্থিতির আরো অবনতি সৃষ্টিকারী তত্পরতা অনুচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসা উচিত বলে যুক্তমত প্রকাশ করেছেন। তিনি আরো বলেছেন, বর্তমানে ছ'পক্ষীয় বৈঠকই যে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধানের সবচেয়ে বাস্তব উপায়, দু'পক্ষ তাতে সম্মত হয়েছে। কিন্তু ছ'পক্ষীয় বৈঠকে সমস্যার সমাধান না হলে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র অন্য উপায় বিবেচনা করবে।

    অন্য খবরে জানা গেছে, ২৬ তারিখে চীন ও জাপান সফরের উদ্দেশ্যে হিল সিউল ত্যাগ করবেন।

    ইরাকের বিভিন্ন প্রধান নির্বাচিত দল এখনো নতুন মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ পদগুলোর বন্টন সমস্যায় ঐকমত্য অর্জন করে নি বলে নির্ধারিত ২৫শে এপ্রিল নতুন মন্ত্রীসভার নামের তালিকা ঘোষণা আবার স্থগিত রাখা হয়েছে।

    ইরাকের অন্তবর্তীকালিন সংসদের বৃহত্তম রাজনৈতিক জোট, প্রধানতঃ শিয়া সম্প্রদায়ের লোকদের নিয়ে গঠিত "ইরাক ঐক্য জোট"-এর সদস্য জাওয়াদ আল-মালিকি ২৫ এপ্রিল বলেছেন, নতুন মন্ত্রীসভার নামের তালিকা সম্ভবত ২৬ এপ্রিল প্রকাশিত হবে। তাছাড়া মালিকি ইয়াদ আলাভি-র নেতৃত্বাধীন "ইরাক নাম তালিকা" জোটের অতি উচ্চ দাবিরও সমালোচনা করেছেন এবং বলেছেন নতুন সরকারে অংশ নেয়ার সদিচ্ছা এই জোটের নেই।

    "ইরাক নাম তালিকা" জোটের সদস্য হুসেন আল-সাদর ২৫ এপ্রিল অভিযোগ করে বলেছেন শিয়া সম্প্রদায় ও কুর্দ জোট আলাভির নেতৃত্বাধীন রাজনৈতিক ইউনিয়নকে ইচ্ছাকৃতভাবে বর্জন করছে। তিনি বলেছেন, এমন তত্পরতা জাতীয় সম্প্রীতির উপর কুপ্রভাব ফেলবে।

    একই দিনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন লাক্সেম্বার্গে ইসতাহার প্রকাশ করেছে। ইসতাহারে ইরাক যথাশীঘ্রসম্ভব অন্তবর্তীকালিন সরকার গঠন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫৬৪ নঃ প্রস্তাবে উল্লিখিত ইরাকের রাজনৈতিক অন্তবর্তীকালীন প্রক্রিয়া সম্পর্কিত দাবি পূরণ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

    জাতি সংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া ২৭ এপ্রিল ৫৯ তম জাতি সংঘের সাধারণ পরিষদে জাতি সংঘের মহা সচিব কোফি আন্নান-এর জাতি সংঘের সংস্কার সম্পর্কিত রির্পোট যাচাইয়ের অধিবেশনে এই সমস্যা সম্পর্কে চীনের অধিষ্ঠান ব্যাখ্যা করেছেন।

    ওয়াং কুয়াং ইয়া বলেছেন, জাতি সংঘের সংস্কার চালানো প্রয়োজন। কিন্তু এই সংস্কার বিভিন্ন সদস্যদেশে স্বার্থের সঙ্গে জড়িত। তাই বিভিন্ন পক্ষের স্বার্থ বিবেচনা করলেই কেবল সংস্কার প্রস্তাব সদস্যদেশগুলোর ব্যাপক আস্থা ও সমর্থন পেতে পারবে।

    ওয়াং কুয়াং ইয়া বলেছেন, আন্নান-এর নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ প্রস্তাব নিয়ে সদস্যদেশগুলোর মধ্যে বেশ বিরাট মতভেদ রয়েছে বলে চীন পক্ষ মনে করে যে নতুন উপায় খুঁজে বের করা এবং আলোচনার মাধ্যমে ব্যাপক মতৈক্য অর্জন করা উচিত। যাতে প্রস্তাব কমপক্ষে ৯০ শতাংশ সদস্যদেশের সমর্থন পায়। তিনি জোর দিয়ে বলেছেন, চীন পক্ষ নিরাপত্তা পরিষদের সংস্কারেরসময়সীমা নির্ধারণের বিরোধিতা করে। চীন অভিন্ন উপলব্ধির অভাবগ্রস্ত সংস্কার প্রস্তাবের উপর ভোট নেয়ার বিরোধিতা করে।

    ওয়াং কুয়াং ইয়া আরো বলেছেন, চীন পক্ষ জাতি সংঘ সাধারণ সম্মেলনের মানমর্যাদা ও ভূমিকা জোরদারকে সমর্থন করে এবং সাধারণ সম্মেলনকে তেজীয়ান করে তোলা সম্পর্কে ধারাবাহিক প্রস্তাব অনুমোদনে সায় দেয়।