চীনের রাষ্ট্রীয় কান্সিলার থাং জিয়া চুয়ান ২৯ এপ্রিল পেইচিংয়ে মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রী উ নিয়ান ইয়মের সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন , চীন সরকার সম্প্রীতির মনোভাব পোষন করে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিবেশী দেশের সঙ্গে থাকার নীতিতে মায়ানমারের সঙ্গে চীনের সৌহার্দ্যময় আর সহযোগিতামূলক সম্পর্কের আরো উন্নতিসাধন করতে ইচছুক । বিশেষ করে চীন অর্থনীতি ,বাণিজ্য ও মাদক দ্রব্য নিষিদ্ধ করনের ব্যাপারে মায়ানমারের সঙ্গে সহযোগিতা চালাতে আগ্রহী ।
তিনি আরো বলেছেন , মায়ানমার যে একচীন নীতিতে অটল থাকে তা প্রশংসনীয় বলে চীন পক্ষ মনে করে ।
ররাষ্ট্র মন্ত্রী উ নিয়ান ইয়ম বলেছেন , মায়ানমার চীন পক্ষের সঙ্গে মিলে সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারিত করতে চায় । মায়ানমার দৃঢ়ভাবে চীনের শান্তিমূলক একীকরণ সমর্থন করবে ।
|