চীনের কমিউনিষ্ট পার্টির সাধারণ সমপাদক হু জিন তাও ও চীনের মূল ভূভাগ সফররত গুওমিন তাং পার্টির চেয়ারম্যান লিয়ান চান ২৯ এপ্রিল পেইচিংয়ে গত ৬০ বছরে দু পার্টির প্রথম শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন । দুই পার্টি ১৯৯২ সালে একচীন নীতির প্রতিফলনকারী দুপার্টির মতৈক্যে অটল থাকা এবং স্বাধীন তাইওয়ান প্রয়াসের বিরোধিতা করার ব্যাপারে এক মত হয়েছে ।
বৈঠক শেষে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , ১৯৯২ সালের মতৈক্যে অটল থাকা , স্বাধীন তাইওয়ান প্রয়াসের বিরোধিতা করা, তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, দু পারের সম্পর্কের উন্নতি সাধন করা এবং দুপারের জনগণের স্বার্থ রক্ষা করা দু'পার্টির অভিন্ন আশা-আকাংক্ষা। দুই পার্টি যত তাড়াতাড়ি সম্ভব সমতার ভিত্তিতে আবার আলাপ -পরামর্শ শুরু করবে এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ও নিজ নিজ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে । দুপক্ষ দুপারের মধ্যকার শত্রুতার অবসান ঘটিয়ে শান্তি চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা সমর্থন করবে । দুই পক্ষ দুপারের সার্বিক অর্থনৈতিক আদানপ্রদানে প্রেরণ যুগাবে এবং দুপারের অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখার ব্যবস্থা প্রবর্তন করবে । আন্তর্জাতিক তত্পরতায়, এবং প্রথমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্পরতায় তাইওয়ানের অংশগ্রহণ যার উপরে তাইওয়ানের জনগণ নিবিড় দৃষ্টি রাখছেন তা নিয়ে আলোচনা করতে দু পক্ষ রাজী হয়েছে ।
দুই পার্টি নিয়মিতভাবে মত বিনিময়ের পথ খোলার সিদ্ধান্তও নিয়েছে ।
|