v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-29 20:43:23    
স্বাধীন তাইওয়ান প্রয়াস ঠেকাতে দু পার্টির মতৈক্য

cri
    চীনের কমিউনিষ্ট পার্টির সাধারণ সমপাদক হু জিন তাও ও চীনের মূল ভূভাগ সফররত গুওমিন তাং পার্টির চেয়ারম্যান লিয়ান চান ২৯ এপ্রিল পেইচিংয়ে গত ৬০ বছরে দু পার্টির প্রথম শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন । দুই পার্টি ১৯৯২ সালে একচীন নীতির প্রতিফলনকারী দুপার্টির মতৈক্যে অটল থাকা এবং স্বাধীন তাইওয়ান প্রয়াসের বিরোধিতা করার ব্যাপারে এক মত হয়েছে ।

    বৈঠক শেষে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , ১৯৯২ সালের মতৈক্যে অটল থাকা , স্বাধীন তাইওয়ান প্রয়াসের বিরোধিতা করা, তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, দু পারের সম্পর্কের উন্নতি সাধন করা এবং দুপারের জনগণের স্বার্থ রক্ষা করা দু'পার্টির অভিন্ন আশা-আকাংক্ষা। দুই পার্টি যত তাড়াতাড়ি সম্ভব সমতার ভিত্তিতে আবার আলাপ -পরামর্শ শুরু করবে এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ও নিজ নিজ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে । দুপক্ষ দুপারের মধ্যকার শত্রুতার অবসান ঘটিয়ে শান্তি চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা সমর্থন করবে । দুই পক্ষ দুপারের সার্বিক অর্থনৈতিক আদানপ্রদানে প্রেরণ যুগাবে এবং দুপারের অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখার ব্যবস্থা প্রবর্তন করবে । আন্তর্জাতিক তত্পরতায়, এবং প্রথমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্পরতায় তাইওয়ানের অংশগ্রহণ যার উপরে তাইওয়ানের জনগণ নিবিড় দৃষ্টি রাখছেন তা নিয়ে আলোচনা করতে দু পক্ষ রাজী হয়েছে ।

    দুই পার্টি নিয়মিতভাবে মত বিনিময়ের পথ খোলার সিদ্ধান্তও নিয়েছে ।