v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-29 19:35:45    
সেনসি প্রদেশের পর্যটন

cri
    সেনসি প্রদেশের পর্যটন ব্যুরোর পরিচালক খোং ছিন সেন বলেছেন, পর্যটকরা সেনসি প্রদেশে পুরাকীর্তি ,প্রাকৃতিক দৃশ্য ,আমাদের অসাধারণ রীতি-নীতি ও আচার ব্যবহার এবং আমাদের বর্তমান যুগের জীবনযাপন দেখতে পারেন।

    সেনসি প্রদেশে যেমন প্রচুর পুরাকীর্তি তেমনি নানা রকমের মনোরম দর্শনীয় স্থান আছে। এখানে বিশ্ব-বিশ্রুত হুয়াসান পাহাড়, চীনের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত---হোয়ানহো নদীর হুখৌ জলপ্রপাত আর হোয়ানহো নদীর মালভূমি আছে। তা ছাড়া দীর্ঘকাল ধরে এখানকার লোকদের জীবনযাত্রায় অসাধারন প্রাচীন রীতি-নীতি ,আচার ব্যবহার আর লোক শিল্পকলা সৃষ্টি হয়েছে। এর মধ্যে কৃষকদের চিত্রাভকন,মার্চিরস্কির্ষ দ্রব্য, রঙিন চিত্রাঙকন ,কাগজ কাটা শিল্প প্রভৃতি হস্ত-শিল্পজাত দ্রব্য ,আনসান ঢোলের বাজনা এবং সংগীত, আর সেনসি প্রদেশের উত্তরাঞ্চলের নাচের বিশ্ব-জোড়া খ্যাতি আছে।

    পর্যটকরা যাতে আরো ভালভাবে সেনসি প্রদেশের দর্শনীয় স্থান আর জনসাধারনের আচার ব্যবহার দেখতে সেজন্য এ বছর সেনসি প্রদেশে পর্যটনের পাঁচটি ধারা ধার্য করা হয়েছে।

    প্রথমঃ পর্যটকদের জন্যে প্রাচীন রাজধানী ভ্রমন-এর ব্যবস্থা করা হবে, যাতে পর্যটকরা আরো ভালভাবে পুরাকীর্তি দেখতে পারেন। দ্বিতীয়ঃ পর্যটকদের জন্যে হোয়ানহো নদীর মালভূমির রীতিনীতি নিয়ে পর্যটনের ব্যবস্থা করা হবে, যাতে পর্যটকরা সেনসি প্রদেশের উত্তরাঞ্চলের মালভূমির রীতি নীতি আর আচার ব্যবহার দেখতে পারেন। তৃতীয়ঃ পর্যটকদের জন্যে হোয়ানহো নদী বরাবর অঞ্চলে বেছে বেছে পর্যটনের ব্যবস্থা করা হবে। অর্থাত্ শানসি প্রদেশ থেকে সেনসি প্রদেশ পর্যন্ত আর সেনসি প্রদেশ থেকে হোনান প্রদেশ পর্যন্ত। চতুর্থঃ তিন রাজ্যের আমলের পুরাকীর্তি পর্যটনের ব্যবস্থা করা হবে, প্রধানতঃ ১ হাজার ৭ শো বছর পূর্বে তিন রাজ্যের আমলে সেনসি প্রদেশের মধ্যোঞ্চলের পুরাকীর্তি পর্যটনের ব্যবস্থা করা হবে। শেষের ব্যবস্থা হলো, রেশমী পথের পর্যটন ব্যবস্থা। যাতে সিআন থেকে সিনচিয়াং উইগুর স্বায়ও শাসিত অঞ্চলের কাশগর শহর পর্যন্ত প্রাচীন রেশমী পথ বরাবর অঞ্চলের মধ্যদিয়ে পর্যটকরা সেখানকার বৈশিষ্ট্যসম্পন্ন রীতি নীতি আর আচার ব্যবহার অবস্থিত হতে পারেন।

    প্রথমে বলছি প্রাচীন রাজধানীর ভ্রমন কথা, অর্থাত্ সিআনের আশেপাশের ভ্রমন। প্রাচীনকালে এখনকার সেনসি প্রদেশের রাজধানী সিআনের নাম ছিল ছানআন। সেটা বিশ্বের চারটি বৃহত্ প্রাচীন রাজধানীর অন্যতম। মধ্য শতাব্দির হান রাজবংশ আর থাং রাজবংশের আমলে ছানআন ছিল যেমন চীনের রাজনৈতিক ,অর্থনৈতিক আর সাংস্কৃতিক কেন্দ্র তেমনি বিখ্যাত্ রেশমী পথের সুচনার দিক। তখন ছানআনও ছিল চীন আর পাশ্চাত্ত্যের মধ্যে সভ্যতার সংমোগস্থল। পর্যটকরা পেইচিং পৌঁছে প্রথমে পেইচিং-এর এই প্রাচীন রাজধানীর পুরাকীর্তি দেখতে পারেন, তার পর পেইচিংয়ের চেয়ে আরো প্রাচীন রাজধানী সিআন-এ ছিন রাজবংশের প্রথম রাজার সমাধিস্থলের সৈনিক আর ঘোড়ার মূর্তি ,সিআনের বিখ্যাত্ প্রাচীনকালের লিপিশিল্পীদের লেখা লিপিকলা দেখতে পারেন।

    পরিচালক খোং ছিন সেন বলেছেন, সিআনের পুরাকীর্তি বহু বছরের পুরানো এবং শিল্পকলার দিক থেকে ও তা মূল্যবান। বলা হয় প্রাচ্যের সংস্কৃতি জানতে চাইলে সিআনের পুরাকীর্তি দেখতে হয়।

    সেনসি প্রদেশে ভ্রমনের দ্বিতীয় ধারা অর্থাত্ হোয়ানহো নদীর মালভূমির ভ্রমন, সেনসি প্রদেশের উত্তরাঞ্চলের ভ্রমন। সেনসি প্রদেশের উত্তরাঞ্চল হোয়ানহো নদীর মালভূমির কেন্দ্র। সেখানে স্থানীয় বৈশিট্য অসাধারণ। তৃতীয় পর্যটনের ধারায় আছে হোয়ানহো নদী বরাবর অঞ্চলের পর্যটন।