২৯ এপ্রিল চীনস্থ বিশ্বব্যাংকের কার্যালয় সূত্রে জানা গেছে , বিশ্ব ব্যাংক চীনকে দশ কোটি মার্কিন ডলারের ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে , এই সব অর্থ চীনের কৃষি সংক্রান্ত প্রকল্পগুলোর বাস্তবায়নে ব্যবহার করা হবে ।
জানা গেছে , কৃষি উত্পাদন কাঠামোর পুনর্গঠন বাস্তবায়নে চীনকে সাহায্য করার জন্য বিশ্বব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে । এই সব অর্থ চীনে কৃষি সংক্রান্ত প্রযুক্তি হস্তান্তর বাজার প্রতিষ্ঠা আর পরিসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা ও উচ্চ কার্যকরীতাসম্পন্ন কৃষি প্রযুক্তি জনপ্রিয় করার কাজে ব্যবহার করা হবে , যাতে চীনের কৃষি বিষয়ক প্রযুক্তির হস্তান্তর তরান্বিত হয় এবং কৃষকের আয় বাড়ানো যায় ।
|