চীনে যখন পরিকল্পনা অর্থনীতি প্রবর্তিত হয় তখন জনসাধারণের শরীরচর্চা জনসাধারণকে সরকারের প্রদত্ত কল্যাণ হিসেবে গণ্য করা হত ।তবে চীনের বাজার অর্থনীতির সংস্কার চালু হওয়ার সংগে সংগে শরীরচর্চা একটি উত্পাদন শিল্প হিসেবে প্রসারিত এবং বিকশিত হয়েছে।গত ২০ বছরের বেশী সময়ের পর , চীনের শরীরচর্চার উত্পাদন শিল্প মোটামূটি গঠিত হয়েছে। বর্তমানে চীনের শরীরচর্চা শিল্প উত্পাদন সক্রিয়ভাবে বিশ্বের অন্যান্য দেশের সাফল্যজনক অভিজ্ঞাতা থেকে শিক্ষা গ্রহণ করছে এবং চীনের নিজস্ব বাস্তবতার সংগে সমন্বয় করে নিজের গুণমান উন্নত করার খুব চেষ্টা চালাচ্ছে।
বতর্মানে চীনের ক্রীড়া বেইলি শরীরচর্চা অর্থবিনিয়োগ কম্পানি হচ্ছে চীনের শরীরচর্চা বাজারের সবচেয়ে প্রভাবসম্পন্নকম্পানিগুলোর অন্যতম।বতর্মানে চীনের ৯টি শহরে এই কম্পানির চ্যান শরীরচর্চা ক্লাব আছে।এই কম্পানির চেয়ারম্যান ভেন লি হুয়া যিনি শরীরচর্চা উত্পাদন শিল্পে বেশ কয়েক বছর ধরে নিয়োজিত হয়েছেন তিনি গত ২০ বছরে এই উত্পাদন শিল্পের উন্নয়ন পর্যালোচনা করার সময়ে আবেগের সংগে বলেছেন, আশির দশকে শরীরচর্চা ক্লাবের উপর জনসাধারণের উপলদ্ধি ভাসাভাসা । জনসাধারণ মনে করে, একটি ঘরে কিছুটা ক্রীড়া সরজাম বসানো হলে , দু এক জন কোচ থাকলে শরীরচর্চার ক্লাব হয়ে যায়।সম্প্রতি এ ধরনের ধারণা সম্পূর্ণভাবেপরিবর্তিত হয়েছে ।তিনি বলেছেন,
এখন আমরা একটি ভালো আভাস লক্ষ্য করেছি , চীন ইউরোপ আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আধুনিক শরীরচর্চার ক্লাবের সুষ্ঠু বাণিজ্যিক ব্যবস্থাপনার পদ্ধতি আমদানি করছে ।এ সব পদ্ধতি আমদানি করার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে , একটি শরীরচর্চা ক্লাব ব্যবস্থাপনা করতে আমাদের অনেক পুংখানুপুংখ এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিসম্পন্ন বিষয়বস্তু আয়ত্ত করার প্রয়োজন আছে।জনসাধারণ যাতে বিজ্ঞানসম্মতভাবে শরীরচর্চা করতে পারেন সেই জন্যে ক্লাব তাদের জন্যে অনেক সুযোগসুবিধ সরবরাহ করেছে।যদিও ইউরোপ আর মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক ক্লাবের বাণিজ্যিক ব্যবস্থাপনার পদ্ধতি মাত্র কয়েক বছর আগে আমদানি করা হয়েছে, তবু চীনের শরীরচর্চার উত্পাদন শিল্পে লক্ষ্যনীয় পরিবর্তন ঘটেছে।এই উত্পাদন শিল্প উন্নয়ন সাধনের প্রথম পূবসময়ে সাধারণত একটি শরীরচর্চা ক্লাব শতাধিক খদ্দেরদের জন্য প্রায় একই শরীরচর্চার প্রোগ্রামের ব্যবস্থা করত।খদ্দেরদের শরীরের গঠন এবং বয়সের পাথর্ক্য একেবারে অবহেলিত হয়।শরীরচর্চার বাজার অনবরত ভালোর দিকে বিকশিত হওয়ার সংগে সংগে খদ্দেরদের জন্যে ক্লাব যে পরিসেবা সরবরাহ করেছে তা অধিক থেকে অধিকতর বৈশিষ্ট্যসম্পন্ন হয়েছে।২০০২ সালের শুরুতে "ব্যক্তিগত কোর্চ" এর পরিভাষা প্রথমবার চীনের শরীরচর্চা উত্পাদন লিল্প মহলে ব্যবহার করা হয়।চীনের শরীরচর্চা ক্লাবে প্রথমবার "ব্যক্তিগত" কোর্চের ব্যবস্থা চালু হয়েছে।ব্যক্তিগত কোর্চ প্রত্যেক খদ্দেরদের জন্য ভিন্ন প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন করেছেন। এই ধরনের পরিচালনা কাঠামো সমাজে দেখা দেয়া মাত্র জনসাধারণের ব্যাপক স্বাগত পাওয়া হয়েছে।ইউরোপ আর মার্কির যুক্তরাষ্ট্রের ক্লাবে খাদ্যবিচারকারী আছে কিনা তা একটি সম্পূর্ণ এবং পেশাদার ক্লাবকে যাচাই করার একটি গুরুত্বপূর্ণ মানদন্ড।কিন্তু অতীতে চীনের শরীরচর্চা ক্লাব একদম এই ব্যাপারকে গুরুত্ব দেয়নি।এখন চীনের বিভিন্ন শরীরচর্চা ক্লাব নিজ নিজ খাদ্যবিচারকারী আছে।ক্লাব জনতাদের প্রশিক্ষণ দেয়ার সংগে সংগে খাদ্যবিচারকারীরা দৈনন্দিন জীবনে বিজ্ঞানসম্মতভাবে খাবার বন্দোবন্ত করার উপদ্ধতি পরিচালনা করেন।বর্তমানে ইউরোপ আর যুক্তরাষ্ট্রের মতো চীনেও চ্যান ব্যাবস্থাপনার কাঠামো চালু হয়েছে ।এখন চীনে যে সব শরীরচর্চা ক্লাব আছে সে সব ক্লাবের মধ্যে ১০ শতাংশ চ্যান ব্যবস্থাপনার কাঠামো চালূ হয়।এই ধরনের ব্যবস্থাপনা জনসাধারণের কাছে উচ্চ মান এবং অভিন্ন শ্রেষ্ঠ পরিসেবা সরবরাহ করতে পারে ।সুতরাং বিপুল সংখ্যক যুবকযুবতীরা এই ব্যবস্থাপনার পদ্ধতি খুব পছন্দ করেন। যারা বড় বড় কম্পানিগুলোতে কাজ করেন তারা এ সব শরীরচর্চা ক্লাবের নিয়মিত অতিথি।চীনের ক্রীড়া বেইলি শরীরচর্চা অর্থবিনিয়োগ কম্পানির কর্মচারী ভেন লি হুওয়া বলেছেন,
যারা ব্যবয়া করেন তারা সারা পৃথিবীতে ঘরে বেড়ান।তাই চ্যান ব্যবস্থা তাদের শরীরচর্চার চাহিদা যথাসাধ্য মেটাতে পারে।যেমন চীন দেশের ৯টি শহরে চীনের ক্রীড়া বেইলি শরীরচর্চা অর্থবিনিয়োগ কম্পানির চ্যান কেন্দ্র আছে।এ ৯টি চ্যান কেন্দ্রে সমান গুণমানের শরীরচর্চার পরিসেবা পাওয়া যায়।তা ছাড়া আমাদের কম্পানির সহযোগি---মার্কিন যুক্তরাষ্ট্রের বেইলি শরীরচর্চা কম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৩০টি চ্যান দোকান প্রতিষ্ঠা করেছে।সুতরাং যারা কোনো কাজে প্রায় বিদেশে যাতায়াত করেন তাদের শরীরচর্চার অভ্যাসে বিঘ্ন ঘটে না।বর্তমানে যারা বড় বড় কম্পানিতে কাজ করেন তারা শরীরচর্চা করার অভ্যাস গড়ে তুলেছেন।এমন কি কোনো কোনো লোক বিমান থেকে নামার পর প্রথম কর্তব্য হলো শরীরচর্চার হলে ঢুকে যাওয়া । সম্প্রতি আন্তর্জাতিক আধুনিক মানের তুলনায় চীনের শরীরচর্চা ক্রীড়া উত্পাদন শিল্প বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়েছে।এ ক্ষেত্রে বিশেষ করে পেশাদার কোর্চের অভাব দেখা দিয়েছে।যদিও চীনের শরীরচর্চার উত্পাদন শিল্প বিশ বছরেরও বেশী সময়ের উন্নতি হয়েছে, তবু এ পযর্ন্ত চীনে শরীরচর্চার কোর্চের যোগ্যতার স্বীকৃতি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি।যার ফলে এ ক্ষেত্রে কোর্চের যোগ্যতা নানা ধরনের।২০০৪ সালের পেইচিং আন্তর্জাতিক শরীরচর্চা সম্মেলনে এশিয়া ক্রীড়া আর স্বাস্থ্য পেশাদার ইন্সটিটিউটের চেয়ারম্যান কেন্নি সোজা ভাষায় বলেছেন, শরীরচর্চা কোর্চের পেশাগত গুণমান হচ্ছে শরীরচর্চা ক্লাবের সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান। বর্তমানে চীনের শরীরচর্চা উত্পাদন শিল্পের পক্ষে সবচেয়ে বড় সম্মুখীন সমস্যা হলো কোর্চদের অসমান যোগ্যতা।চীনের ক্রীড়া ব্যবস্থাপনা বিভাগও এই সমস্যার দিকে মনোযোগ দিয়েছে।চীনের ক্রীড়া অধি দফতরের জনশক্তি সম্পদ উন্নয়ন কেন্দ্রের উপ পরিচালক লি টেন বলেছেন, এ বছর এই কেন্দ্র সারা দেশে পেশাগত শরীরচর্চা কোর্চদের যোগ্যতা যাচাই ব্যবস্থা চালু করবে।তিনি বলেছেন,
শরীরচর্চার বাজার অধিক থেকে অধিকতর চত্পর হচ্ছে।সতরাং যারা শরীরচর্চা হলে কোর্চ অথবা ব্যবস্থাপনকারী হিসেবে কাজ করেন তাদের সংশ্লিষ্ট সার্টিফিক্যাট থাকা উচিত।এটা যেমন বাজারের প্রয়োজন তেমনি আন্তর্জাতিক নিয়মের দাবিদার।তিনি বলেছেন, ভবিষ্যতে শুধু যারা সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হন তারাই এ ক্ষেত্রের কোর্চ হতে পারেন।তিনি বিশ্বাস করেন, এই পদক্ষেপ প্রণয়ন করা হলে চীনের শরীরচর্চার বাজার আরো সুশৃংখল হবে।যাতে চীনের ব্যাপক জনসাধারণ আরো শ্রেষ্ঠ শরীরচর্চার পরিসেবা উপভোগ করতে পারেন।
|