আফ্রিকান ইউনিয়নের শান্তি আর নিরাপত্তা কমিশনের অধিকর্তা সায়িদ জিন্নিট ২৮ তারিখে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে বলেছেন, এই ইউনিয়ন পশ্চিম সুদানের দার্ফুর এলাকার সৈন্য সংখ্যা পাঁচ হাজার পাঁচ শো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
জিন্নিট বলেছেন, এই সব অতিরিক্ত সৈন্যদের সেপ্টেম্বর শেষে দার্ফুর এলাকায় পাঠানো হবে। আফ্রিকান ইউনিয়ন আশা করে, আন্তর্জাতিক সমাজের সমর্থনে এই সব সৈন্য ফলপ্রসুভাবে তাদের কর্তব্য পালন করতে পারবে।
অন্য খবরে জানা গেছে, সুদানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল ২৮ তারিখে খার্তুমে বলেছেন, আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান , নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওবাসানজোর দাবিতে সুদান সরকার দার্ফুর এলাকার আফ্রিকান ইউনিয়নের বাহিনীর জন্যে নেটোর রীয়্যার সার্ভিস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
|