২৯ এপ্রিল বিকেলে পেইচিংয়ে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিনথাও পেইচিংয়ে চীন সফররত চীনের কোওমিংটাং পার্টির চেয়ারম্যান লিয়েন চানের সঙ্গে সাক্ষাত এবং বৈঠক করেছেন । তারা প্রণালীর দুই পারের সম্পর্ক প্রসার আর দুটি পার্টির আদান-প্রদান বাড়ানো সম্বন্ধে মতবিনিময় করেছেন । এটা হচ্ছে গত ৬০ বছরে চীনের কমিউনিষ্ট পার্টি ও কোওমিংটাং পার্টির দুই নেতার প্রথম করমর্দন।
২৯ এপ্রিল সকালে চেয়ারম্যান লিয়েন চান চীনের বিখ্যাত উচ্চ বিদ্যাপীঠ --পেইচিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন । তিনি তার ভাষণে বলেছেন , শান্তিতে অটল থাকা উভয় পক্ষের বিজয়ের ভিত্তি । তিনি আরো বলেছেন , সঠিক পথ গ্রহণ করলেই শুধু তাইওয়ানের ভালো ভবিষ্যত হবে । তাইওয়ানের স্বাধীন তাইওয়ান-প্রয়াসী শক্তির তথাকথিক সময়সূচীকে তাইওয়ানের জনগণের সুখী জীবনের ভিত্তি নষ্ট করতে দেয়া যাবে না ।
উল্লেখ্য , চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের আমন্ত্রনে লিয়েন চান মূলভুভাগ সফরে এসেছেন , তিনি হচ্ছে চীনের গৃহ যুদ্ধ শেষ হওয়ার পর ৫০ বছরে মূলভুভাগে সফরে আসা কোওমিংটাং পার্টির প্রথম চেয়ারম্যান ।
|