২৮ এপ্রিল জাতি সংঘের মহাসচিব কোফি আন্নান ভারতের রাজধানী নয়াদিল্লীতে ভারতের প্রতি যথাশীঘ্র সম্ভব সার্বিকভাবেপারমানবিক পরীক্ষার সার্বিক নিষিদ্ধ চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন ।
ভারতের জাতীয় টেলিভিশন কেন্দ্রের একটি খবরে বলা হয়েছে , সেই দিন জাতি সংঘের সংষ্কার সম্পর্কে ভাষণ দেয়ার সময় আন্নান এই কথা বলেছেন । তিনি পারমানবিক অস্ত্রের উপাদানের উত্পাদন বন্ধ সংক্রান্ত আলোচনাকে সমর্থন জানিয়েছেন ।
১৯৯৮ সালের মে মাসে ভারত পাঁচবার পারমানবিক পরীক্ষা চালিয়ে একটি পারমানবিক অস্ত্রধারী দেশে পরিণত হয়েছে । যদিও আন্তর্জাতিক সমাজ বার বার ভারতের প্রতি সার্বিকভাবেপারমানবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি স্বাক্ষরের তাগিদ দিয়েছে , তবু ভারত আজ পর্যন্ত এই চুক্তিতে বৈষম্যমূলক ধারা আছে বলে চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করে , কিন্তু ভারত একাধিকবার ব্যক্ত করেছে যে ভারত প্রথমে পারমানবিক অস্ত্র ব্যবহার করবে না ।
|