চীনের তিন-গিরিখাত প্রকল্পের দায়িত্বশীলব্যক্তি লি ইয়োং আন সম্প্রতি সংবাদদাতাদের সাক্ষাত্কার দেওয়ার সময়ে বলেছেন, তিন-গিরিখাত প্রকল্পে জল সংরক্ষণের পর, তিন-গিরিখাতের প্রাকৃতিক পরিবেশ ভালই থাকছে।
২০০৩ সালের জুন মাস থেকে তিন-গিরিখাত প্রকল্পে জলসংরক্ষণ শুরু হয়। লি ইয়োং আন বলেছেন, এক বছরের'ও বেশি সময়ের তত্ত্বাবধানে পাওয়া পরিসংখ্যান থেকে দেখা গেছে, জলসংরক্ষণের পর, ইয়াংসি নদীর উচ্চ অববাহিকার পানির গুনগত মানের স্পষ্ট পরিবর্তন নেই। তিন-গিরিখাত জলাধারে বয়ে আসা বালির পরিমান জলসংরক্ষণের আগের চেয়ে কমে গেছে। বাঁধস্থলের বায়ু পরিবেশ মানদন্ডের সঙ্গে সংগতিপূর্ণ।
|