মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র এরেলি ২৮ এপ্রিল এক তথ্যজ্ঞাপন সভায় আরেকবার উত্তর কোরিয়াকে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছয়পক্ষীয় বৈঠকের কাঠানোয় ফিরে আসার তাগিদ দিয়েছেন।
এরেলি বলেছেন, মার্কিন পক্ষ মনে করে, এ পর্যন্ত ছ'পক্ষীয় বৈঠক হচ্ছে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধানের শ্রেষ্ঠ উপায়। কিন্তু বর্তমানের অচলাবস্থা অনির্দিষ্টকালের জন্য বজায় রাখা উচিত নয়। যখন যুক্তরাষ্ট্র টের পায় যে উত্তর কোরিয়া ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসবে না, তখন যুক্তরাষ্ট্র নতুন ব্যবস্থা অবলম্বন করার কথা বিবেচনা করবে।
অন্য খবরে জানা গেছে, জাপান সফররত মার্কিন সহকারী উপপররাষ্ট্র সচিব, মার্কিন ছ'পক্ষীয় বৈঠকের প্রধান প্রতিনিধি হিল ২৮ এপ্রিল টোকিওতে জাপানের ক্যাবিনেট সচিবালয়ের প্রধান হিরোইউকি হোসোদা এবং পররাষ্ট্র বিষয়ক উপ প্রধান শুটারো ইয়াচি'র সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ একমত হয়েছে যে, উত্তর কোরিয়াকে কোনোমতেই তার পারমাণবিক অস্ত্রশস্ত্র উন্নয়ন করতে দেওয়া যাবে না এবং যত তাড়াতাড়ি সম্ভব ছ'পক্ষীয় বৈঠক পুনরুদ্ধার প্রয়োজন।
|