v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-29 13:52:27    
ঐশ্বর

cri
    অনেক শ্রোতাবন্ধু আমাদের সংগীত প্রসংগে আমাদের বেতারে অনেক চিঠি লিখেছেন ।এখানে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। চিঠিতে অনেক শ্রোতা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বাংলা গান ,হিন্দি গান বা ইংরেজি গান শুনতে চান। শ্রোতাবন্ধুদের এসব অনুরোধ মেটানোর জন্য প্রতি সপ্তাহে সংগীত সাগর অনুষ্ঠানে আমি বিদেশী গান সম্প্রচার করার জন্যে চেষ্টা করবো। কেমন? আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমরা একসংগে একটি বাংলা গান শুনবো । নাম হচ্ছে এমন একটা প্রশ্ন করলে)

    এখন আমি আপনাদের সংগে ঐশ্বর্য সম্বন্ধে আলোচনা করতে চাই ।প্রিয় বন্ধুরা, আপনাদের মনে ঐশ্বর্যের অর্থ কি? সে কি অর্থ? মাঝে মাঝে আমি এরকমের কথা শুনি । কারো কারো পরিবার খুবই ধনী বা কারো কারো প্রচুর টাকা আছে । প্রচুর টাকার মালিক হওয়া ধনীর লক্ষণ । এ ধরনের মান ঠিক কিনা? সত্যি, আমাদের দৈনন্দিন জীবনে টাকা অত্যন্ত প্রয়োজন । টাকা থাকলে আমরা খেতে পারবো, পরতে পারবো , প্রয়োজনীয় জিনিস কিনতে পারবো । এক কথায় ,টাকা না থাকলে সেই অবস্থা কল্পনাই করা যায় না । তাহলে কি বলা যায় ,টাকা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ? ঠিক নয় । দয়া করে মনযোগ দিয়ে আমার গল্প শুনবেন ।একজন যুবক নিজের দরিদ্রের কারণে সবসময়ে অসন্তোষ প্রকাশ করেন ।তিনি প্রতিদিন স্বপ্ন দেখেন যে একদিন প্রচুর টাকা অর্জন করতে পারবেন । দেবতা এ ব্যাপার শুনতেন । তিনি সে যুবককে বলতেন , তুমি এখন খুবই ধনী হয়েছো । যুবক অস্বীকার করতো । দেবতা বলতেন ,তাহলে তোমার একটি চোখ আমার কাছে বিক্রি করে দাও । যুবক অবশ্যই রাজি হয়নি ।দেবতা বলতেন, এখন তুমি বুঝেছো আসলে তুমি অত্যন্ত ধনী । আমার কথা মনে রাখো । শক্তি এবং স্বাস্থ্য হচ্ছে অমূল্য সম্পদ । অনেক কিছুই টাকা দিয়ে কিনা যায় না ।এ গল্প থেকে বুঝা যায় , শক্তি, বিজ্ঞতা ও স্বাস্থ্য সবচেয়ে বড় ঐশ্বর্য । আচ্ছা,এখন আমরা একটু বিশ্রাম নেবো। এই ফাঁকে একটি পুরোনো ইংরেজী গান শুনবো ।গানের নাম হলো(the power of love)

    আমার এক জন বন্ধু বলেছেন , প্রতি স্বাস্থ্যবান মানুষ হলেন একজন অতি ধনাঢ্য ব্যক্তি । হতে পারে তার কাছে টাকা নেই , ক্ষমতা নেই , এমনকি কোনো জিনিসই নেই , কিন্তু তিনি স্বস্থ্যবান ।সাধারণত একজন স্বাস্থ্যবান মানুষ নিজের স্বাস্থ্যের মূল্য ভালভাবে উপলব্ধি করতে পারেন না । শুধু তিনি স্বাস্থ্য হারিয়ে ফেললেই স্বাস্থ্যের অমাধারণ গুরুত্ব উপলব্ধি করতে পারবেন । মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তাবিদ এমারসন তাঁর একটি প্রবন্ধে লিখেছেন , স্বস্থ্য হলো জীবনের প্রথম ঐশ্বর্য । সত্যি , স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বড় ঐশ্বর্য। আপনারা কি তার মূল্য অনুভব করেন নি ? স্বাস্থ্য , শক্তি ও বিজ্ঞতা থাকলে আমরা অনেক বিম্ময় সৃষ্টি করতে পারবো। আমরা নিজের হাতে জমিতে খাবারের বীজ বপন করতে পারি, নিজের হাত দিয়েই গগনচুম্বী ইমারত তৈরী করতে পারি , নিজের হাত দিয়ে " শেন চৌ "নামে হাওয়াই জাহাজ মহাশুন্যে উত্ক্ষেপন করে মহাবিশ্বের গোপন রহস্য সন্ধান করতে পারি । এখন আমরা একসংগে আজকের অনুষ্ঠানের সবশেষ গান শুনবো ।নাম হচ্ছে( বর্তমানে)

    তাই বলা যায়, স্বাস্থ্য হলো সবকিছুর ভিত্তি । যদি আমরা স্বাস্থ্যকে বলি ১ ,তাহলে তা হলো এক নম্ব। তার পেছনে শূণ্য থাকলে তবে তা হবে ১০ ।দুই শুণ্য থাকলে ১০০,তিন শূণ্য থাকলে হবে ১০০০।এভাবে শূণ্য যত বাড়বে, সংখ্যাও তত বড় হবে । কিন্তু, এক-এর বাদিকে ০ থাকলে, তার কোনো অর্থ নেই । তাই স্বস্থ্য না থাকলে অন্য কিছুর মূল্য নেই ।

    আমার প্রিয় বন্ধুরা, বিশ্বের সব সুন্দর জিনিস মানুষের হাতে তৈরী হয়েছে । আপনার সুস্থ শরীর পুরোপুরিভাবে কাজে লাগান । শুধু সুস্বাস্থ্য অর্জন করলেই আপনি ঐশ্বর্য সৃষ্টি করতে পারবেন । সেই সময়ে আপনি হবেন ঐশ্বর্যের মালিক ।