লেবানন্ থেকে সিরিয়ার সৈন্য বাহিনী প্রত্যাহার পরীক্ষা করার জন্য জাতি সংঘের একটি বিশেষজ্ঞ কর্মগ্রুপ ২৮ তারিখ বিকেলে দামাস্কাস থেকে বৈরুতে পৌঁছেছে।
জাতি সংঘের শান্তি রক্ষী অভিযান বিভাগের পাঠানো এই বিশেষজ্ঞ কর্মগ্রুপে মোট ৯জন আছেন। তাঁরা লেবানন্ থেকে সিরিয়ার সৈন্যবাহিনী ও নিরাপত্তা গোয়েন্দা ব্যক্তিদের সরে যাওয়ার অবস্থা পরীক্ষা করবেন। এবং পরীক্ষার কর্তব্য সম্পন্ন করার জন্য তাঁরা লেবাননের পররাষ্ট্রমন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা করবেন।
লেবাননের বিরোধী দলের দৃঢ় দাবি ও আন্তর্জাতিক সমাজের চাপে, সিরিয়ার বাহিনী ৭ই মার্চ থেকে লেবানন্ থেকে সরে যেতে শুরু করেছে। এবং ২৬শে এপ্রিল সিরিয়া ঘোষণা করেছে যে, তার যাবতীয়বাহিনী ও নিরাপত্তা গোয়েন্দা ব্যক্তি লেবানন্ থেকে সরে গেছে।
|